রাজশাহীতে চুরির অভিযোগে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা

রাজশাহী মহানগরীতে টাকা চুরির অভিযোগে একটি খাদ্য পণ্য প্রস্তুতকারী কোম্পানির মালিকের বাসায় দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার রাতে সপুরার বিসিক এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বাসার মালিকসহ চারজনকে আটক করেছে বোয়ালিয়া থানা পুলিশ।

নিহতরা হলেন- নওগাঁ জেলার মান্দা থানার সুগনিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে রেজাউল ইসলাম (৪৫) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকার গোলাম মোস্তফার ছেলে রাকিবুল ইসলাম (৩৫)। নিহত দুজনই নির্মাণ শ্রমিক বলে জানা গেছে।

পুলিশ জানায়, বিসিক এলাকার মডার্ণ ফুডের মালিক আব্দুল মালেক হাজীর ছেলে মোহাম্মদ আব্দুল্লাহর কারখানা সংলগ্ন বাসায় রাজমিস্ত্রির কাজ করছিলেন ওই দুই শ্রমিক। দুপুরে ১০ লাখ টাকা চুরির অভিযোগে দুই শ্রমিককে খুঁটিতে বেঁধে লোহার রড ও লাঠি দিয়ে মারধর করা হয়। চুরির স্বীকারোক্তি আদায়ে রাত সোয়া ৯টা পর্যন্ত দুই শ্রমিকের ওপর চলে নির্যাতন।

গোপন মাধ্যমে খবর পেয়ে আরএমপির বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম রাত সাড়ে ৯টার দিকে কারখানার সংলগ্ন মালিকের বাসায় অভিযান পরিচালনা করেন। এ সময় দুই শ্রমিককে মুমূর্ষু অবস্থায় দেখতে পেয়ে পুলিশ পিকআপে তুলে তাদেরকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এ সময় চিকিৎসকরা রেজাউলকে মৃত ঘোষণা করেন। আহত অপর শ্রমিককে ৮ নং ওয়ার্ডে পাঠানো হয়। কিন্তু ভর্তির কয়েকমিনিট পর তারও মৃত্যু হয়। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Share this news on: