প্লে অফ নিশ্চিত করে ঢাকাকে বিদায় দিল রংপুর

বিপিএলে প্লে অফে খেলবে চার দল। তাদের মধ্যে সিলেট স্ট্রাইকার্স,ফরচুন বরিশাল,কুমিল্লা ভিক্টোরিয়ান্স আগেই প্লে অফ নিশ্চিত করে রেখেছে। অপেক্ষাটা শুধু রংপুরেরই ছিল। টানা তিন জয়ে ছন্দে থাকা নুরুল হাসান সোহানরা দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে ঢাকা ডোমিনেটসের বিপক্ষে। 

টসে জিতে নাসির হোসেনের ঢাকাকে ব্যাটিংয়ে পাঠায় নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। 

ছন্নছাড়া বিবর্ণ ব্যাটিংয়ে ৮ উইকেট হারিয়ে ১৩১ রানের টার্গেট দেয় নাসির হোসেনরা। ৩ বলে ২ রান করেন অধিনায়ক নাসির,১২ বলে ৩ রান করেন সৌম্য সরকার,২৬ বলে আরিফুলের ২৯ রান ছিল ঢাকার কোন ক্রিকেটারের সর্বোচ্চ রান। 

তার জবাবে মাঠে নেমে শুরুতেই উইকেট হারায় রংপুর রাইডার্স। ২ বল খেলে শূন্য রানে সাজঘরে ফিরেন মোহাম্মদ নাঈম। রনি তালুকদার ও অধিনায়ক সোহানের ব্যাটিংয়ে ভর করে এগিয়ে যাচ্ছিল রংপুর। তবে ১৩.১ ওভারে শরিফুলের বলে ৩৩ বলে ৬১ রান করা সোহান তুলে ক্যাচ, সেই ক্যাচ হাত ফসকে গিয়েও যেন ভুলে আটকে গেল সৌম্যর হাতে, সাজঘরে ফিরেন রংপুরের অধিনায়ক। ৮ উইকেট হারিয়ে ১৩৩ রানে থামে ঢাকা ডোমিনেটর। ফলে ২ উইকেটে হেরে বিপিএলের নবম আসর থেকে বিদায় নেয় নাসির হোসেনরা। 

Share this news on: