বেরোবিতে র‌্যা*গিংয়ের অভি*যোগ,হাসপাতালে ভর্তি শিক্ষার্থী

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) রসায়ন বিভাগের এক জুনিয়র শিক্ষার্থীকে বেধরক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে একই বিভাগের কয়েকজন সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে। 

শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্বারক প্রাঙ্গনে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শিক্ষার্থীর নাম সিয়াম। সে বিশ্ববিদ্যালয়ে ১৩তম ব্যাচের শিক্ষার্থী। 


ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠীরা অভিযোগ করে বলেন,আমাদের প্রায়ই এমন করে মারধোর করে বড় ভাইয়েরা।আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি।

র‌্যাগিংয়ের বিষয়টি নিশ্চত করে এক শিক্ষার্থী জানান,আমাদের প্রায়ই এভাবে ডেকে নিয়ে র‌্যাগিং করা হয়। র‌্যাগিংয়ের কারণে আমরা ভয়ে আছি।র‌্যাগিংয়ের একটি অংশ হিসেবেই মারপিট করা হয়েছে।

নামপ্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়,রওশন,আক্তারুজ্জামান,বাপ্পি,সাকিব,আলআমিন এরাই ভুক্তভোগী শিক্ষার্থীকে মারধোর করেছে তারা সবাই রসায়ন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী। 

এ ব্যাপারে জানতে চাইলে রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক বিজন মোহন চাকী প্রতিবেদককে জানান,এটি র‌্যাগিং বলে চালাইয়ো না তাতে প্রতিষ্ঠানের সম্মান ক্ষুন্ন হবে।
তিনি আরো বলেন, প্রকৃত ঘটনা তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


Share this news on: