ফাইনালে মাশরাফির সিলেট,বিদায় রংপুর

''যারা বলেছিল সিলেট স্ট্রাইকার্স বুড়োদের দল,রিহ্যাব সেন্টার,তারা এবার যোগ্য জবাব পেয়েছে। কোন টিম নিয়ে এমন মন্তব্য করা ঠিক না। ভালো লাগছে সিলেট ফাইনালে উঠেছে৷"

ভালবাসা দিবসে এটি মাশরাফি বিন মুর্তজার স্ত্রী সুমনা হকের বিশেষ পাওয়া বলে সাংবাদিকদের বলছিলেন মাশরাফি পত্নী। 

মিরপুরে আজ মঙ্গলবার সন্ধ্যায় (১৪ ফেব্রুয়ারী) ফাইনালে উঠার লড়াইয়ে রংপুর রাইডার্সের মুখোমুখি সিলেট স্ট্রাইকার্স।

টস হেরে উড়ন্ত সূচনা করা সিলেট ৭ উইকেট হারিয়ে তুলে ১৮২ রান। দলের হয়ে ৪০ রান করেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। ১৬ বলে ২৮ রান করেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ২১ রান করে করেন থিসেরা পেরেরা ও জর্জ লিন্ডে।

টার্গেট তাড়া করতে নেমে তীরে গিয়ে তরী ডুবায় রংপুর। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে করতে পারে ১৬৩ রান। দলের হয়ে ৫২ বলে সাত চার আর দুই ছক্কায় ৬৬ রান করেন ওপেনার রনি তালুকদার। ২৪ বলে ৩৩ রান করেন নুরুল হাসান সোহান। ১৪ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলেন নিকোলাস পুরান।

শ্বাসরুদ্ধকর এই ম্যাচে ১৯ রানের জয়ে ফাইনালে উঠে যায় সিলেট। আগামী পরশু বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল খেলবে সিলেট বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

Share this news on: