এবারো চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স,ফাইনালে মাশরাফির হার

টুর্নামেন্ট শুরুর তিন ম্যাচেই প্রতিপক্ষের কাছে হার। তিন তিন বারের চ্যাম্পিয়ন কুমিল্লা অনেকটা লজ্জায় পড়েছিল আর তাই উড়িয়ে এনেছিল পাকিস্তানী ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানকে। তারপরে ঘুরে যায় সব,চ্যাম্পিয়ন কুমিল্লা সেই জয়ের ধারাবাহিকতা বজায় রেখে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে চতুর্থবারের মতো ছিনিয়ে
নিল বিপিএলের চ্যাম্পিয়ন ট্রফি।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নবম আসরের ফাইনালে সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে কুমিল্লা। টানা দ্বিতীয়বারের মতো তারা জিতে নিয়েছে বিপিএলের শিরোপা। টুর্নামেন্টের সফলতম দলের এটি চতুর্থ শিরোপা। কখনোই ফাইনালে না হারার রেকর্ড অক্ষুণ্ণ রাখল তারা। অন্যদিকে, পঞ্চমবারে এসে বিপিএলের ফাইনাল হারার তিক্ত অভিজ্ঞতা হলো সিলেট অধিনায়ক মাশরাফির।

আগে ব্যাট করে ৭ উইকেটে ১৭৫ রানের পুঁজি পেয়েছিল সিলেট। ৪ বল আগে ওই রান পেরিয়ে যায় ইমরুল কায়েসের দল। নাজমুল হোসেন শান্ত আর মুশফিকুর রহিমের ফিফটিতে লড়াই করার মতো সংগ্রহ পায় প্রথমবার ফাইনালে ওঠা সিলেট। রান তাড়ায় দলের দায়িত্ব নেন লিটন। তার ফিফটিতে পাওয়া শক্ত ভিত ধরে দুর্বার হয়ে ওঠেন ওয়েস্ট ইন্ডিজের চালর্স। তাতে বিপিএলের শিরোপা ধরে রাখল কুমিল্লা।

Share this news on: