বিমানবন্দর থেকে বাংলাদেশি ১৯ শ্রমিককে ফেরত পাঠাল মালয়েশিয়া

কোম্পানি রিসিভ না করায় বিমানবন্দর থেকে ১৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া। দুদিন বিমানবন্দরে রেখে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) এয়ার এশিয়ার একটি ফ্লাইটে কুয়ালালামপুর থেকে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি গ্রিনল্যান্ড ওভারসিজ লিমিটেড ঢাকা থেকে এয়ার এশিয়ার একটি ফ্লাইটে মালয়েশিয়ার এভারলেনটেন এসডিএন বিএইচডি কোম্পানির ২৯ জন বাংলাদেশি কর্মী পাঠায়। ২৯ জনের মধ্যে ১০ জনকে প্রবেশের অনুমতি দেওয়া হয়; বাকি ১৯ জনকে ফেরত পাঠায় মালয়েশিয়া ইমিগ্রেশন।

রিক্রুটিং এজেন্সি গ্রিনল্যান্ড ওভারসিজ (আর এল নং-৪০) প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, মালয়েশিয়ান কোম্পানি এভারলেনটেন এসডিএন,বিএইচডিতে আমরা বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ২৯ জন কর্মী প্রেরণ করি। এসময় কোম্পানি থেকে রিসিভ করতে গেলে মালয়েশিয়ান এয়ারপোর্ট ইমিগ্রেশন বিভাগ ১০ জন কর্মীকে দেশটিতে প্রবেশের অনুমতি দিলেও বাকি ১৯ জনের ইমিগেশন ডাটা সঠিক না থাকায় তাদের ফেরত পাঠায়।

তিনি আরও জানান, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এর আগে এই কোম্পানিতে ৪০ জন কর্মী প্রেরণ করেছি এটা ছিলো আমাদের দ্বিতীয় ফ্লাইট। তবে আমরা নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছি তারা জানিয়েছেন, ১৯ জনের তথ্য সার্ভারে পাওয়া গেছে, সেক্ষেত্রে কর্মীরা আবার মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন।

যে সকল কর্মীকে ফেরত পাঠানো হয়েছে পুনরায় প্রেরণ করতে যে খরচ হয় তা আমাদের কোম্পানি বহন করবে, সেক্ষেত্রে কর্মীদের কোন অর্থ প্রদান করতে হবে না বলেও জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন।

এ বিষয়ে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের লেবার মিনিস্টার নাজমুছ সাদাত সেলিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এব্যাপারে বাংলাদেশ প্রান্ত থেকে ও মালয়েশিয়া এয়ারপোর্ট ইমিগ্রেশন থেকে আমাদের কোন তথ্য জানানো হয়নি। তবে কেনো তাদের ফেরত পাঠানো হয়েছে তা খোঁজ নেয়া হবে ।

Share this news on:

সর্বশেষ