চালু হলো মেট্রোরেলের উত্তরা সেন্টার স্টেশন

রাজধানীতে মেট্রোরেলের আরও একটি স্টেশন চালু হয়েছে।

শনিবার উত্তরা সেন্টার স্টেশন যাত্রীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এ নিয়ে মেট্রোরেলের চারটি স্টেশন চালু হলো।

ডিএমটিসিএল গত ৯ ফেব্রুয়ারি জানিয়েছিল, উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার রুটে মোট ৯টি স্টেশন রয়েছে। বর্তমানে আগারগাঁও, পল্লবী ও উত্তরা উত্তর স্টেশন- এ তিনটি স্টেশন চালু রয়েছে। উত্তরা সেন্টার স্টেশনটি চালু হওয়ায় এখন চারটি স্টেশন চালু হলো।

এদিকে ১ মার্চ মিরপুর-১০ নম্বর স্টেশন খুলে দেওয়া হবে। এরপর পর্যায়ক্রমে চালু হবে উত্তরা সাউথ, মিরপুর-১১, কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশন।

গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করেন। এর পরের দিন থেকে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে মেট্রোরেল।

Share this news on: