আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছে ইউনেস্কো

প্রতি বছরের মতো এবারও ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছে। এ উপলক্ষে প্যারিসের ইউনেস্কো সদর দপ্তরে সোমবার (২০ ফেব্রুয়ারি) আয়োজন করা হয়েছে এক বিশেষ অধিবেশন। এতে উপস্থিত আছেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা।।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক শাখা ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সালে। বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য রাষ্ট্র। ১৯৭৩ সালে বাংলাদেশ সরকার ইউনেস্কো কমিশন গঠন করে।

১৯৯৯ সালে প্যারিস অধিবেশনে ১৮৮ দেশের সম্মতিতে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়া হয়। সেই থেকে প্রতি বছর ইউনেস্কো সদর দপ্তর প্যারিসে মাতৃভাষা দিবস পালিত হয়ে আসছে।

Share this news on: