ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তুরস্ক

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের দক্ষিণাঞ্চলে আবারও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এবার কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৬.৪।

সোমবার (২০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৮টা ৪ মিনিটে দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশে এ ভূমিকম্প হয়। খবর বার্তা সংস্থা এএফপি।

গত ৬ ফেব্রুয়ারি সংঘঠিত ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় এখন পর্যন্ত ৪৭ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু তুরস্কেই ৪২ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

এএফপির একজন সাংবাদিক জানান, নতুন করে হওয়া ভূমিকম্পে বিধ্বস্ত শহরের আকাশে ধুলোর মেঘ উড়তে দেখা গেছে। অনেক বেশি ক্ষতিগ্রস্ত ভবনগুলোর দেয়াল ভেঙে পড়েছে এবং বহু মানুষ আহত হয়ে সাহায্য প্রার্থনা করেন।

পৃথিবীর ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলোর মধ্যে অন্যতম তুরস্ক ৷ গত একশো বছরের মধ্যে ৬ ফেব্রুয়ারি সংঘঠিত ভয়াবহ ভূমিকম্পকে অন্যতম বলে দাবি করা হচ্ছে ৷ ১৯৯৯ সালে এই তুরস্কেই ভয়াবহ ভূমিকম্পে প্রায় ১৭ হাজার মানুষ প্রাণ হারান ৷ তার মধ্যে ইস্তানবুলেই ১০০০ মানুষের মৃত্যু হয় ৷ ২০২০ সালেও তুরস্কে দু'টি বড় ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যু হয় ৷

Share this news on: