সাংবাদিকের প্রশ্নে কেন ক্ষেপে গেলেন হাথুরাসিংহ ?

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে কেমন সুবিধা পাবে বাংলাদেশ ? এমন প্রশ্নে রীতিমতো ক্ষেপে গেলেন দ্বিতীয় মেয়াদে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পাওয়া চন্ডিকা হাথুরাসিংহে। 

আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) বিসিবির সাথে আনুষ্ঠানিক বৈঠক শেষে দুপুর আড়াই টায় সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হন চন্ডিকা হাথুরাসিংহ । 

ঘরের মাঠে বাংলাদেশ কেমন সুবিধা নিতে পারবে,দেশের বাহিরেই বা কি করবে ? সাংবাদিককের প্রশ্নে পাল্টা প্রশ্নে ছুড়ে দেন হাথুরাসিংহ ,' ঘরের মাঠের সুবিধা বলে কী বোঝায় ? যখন আমরা নিউজিল্যান্ডে যাই, কী ধরনের উইকেটে খেলি? ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কী করে তাদের ঘরের মাঠে? ভারত এখন ঘরের মাঠে কী করছে?’

তিনি আরও বলেন, ‘দেশের বাইরে গেলে আমাদের যা আছে, তা দিয়েই ম্যানেজ করতে হবে। যদি মিসাইল না থাকে, তাহলে তুমি কীভাবে লড়াই করবে। আমাদের তো গেরিলা যুদ্ধ করতে হবে, তাই না? ওদের আমাদের ঘরে আসতে দাও, আমরা ছোট্ট ছোট্ট অস্ত্র দিয়ে লড়ব। যদি আমাদের অস্ত্র না থাকে, তাহলে তো আমরা কিছু করতে পারব না। আমরা শুধু খেলোয়াড়দের গড়ে তুলতে পারি।’

Share this news on: