সূর্যমুখি ফুল চাষে যেভাবে সফলতার মুখ দেখলেন শরীয়পুরের কষক লিটন ও ফজলুল

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মহিষ কান্দি গ্রামের বাসিন্দা মোঃ লিটন ও ফজলুল হক। 

পার্শ্ববর্তী উপজেলায় সূর্যমুখী চাষ দেখে তারা উৎসাহিত হোন। পরবর্তীতে ভেদরগঞ্জ উপজেলায় কৃষি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে তারা চাষ শুরু করেন। বিজ চাষের তিন মাসে পর এখন ফুল ফুটেছে। 

সূর্যমুখী ফুলের সাথে ছবি তুলতে এবং সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন শতশত মানুষ ভীর করেন।

কৃষক মোঃলিটন বলেন, প্রতিদিন অনেক মানুষ আসে আমার জমিতে। এটা আমার জন্য আনন্দের। কিন্তু অনেকেই ছবি তুলতে যেয়ে ফুলের ক্ষতি করে। আবার অনেকেই ফুল ছিড়ে নিয়ে যায়। ভালো  ফলন হয়েছে আশা করি লাভবান হবো। 

কৃষক ফজলুল হক বলেন, ফুল নিস্তেজ হয়ে যাওয়ার পর মানুষের ভীর কমে যাবে। কিন্তু তারপর টিয়া পাখি আসবে। টিয়া পাখি সূর্যমুখী বীজ খাওয়ার জন্য আসে। সারাক্ষণ পাহারার মধ্যে রাখতে হয়।

এই তেল মানব দেহের জন্য অনেক উপকারি। হৃদরোগ ও ক্যান্সার প্রতিরোধে কাজ করে। 

Share this news on:

সর্বশেষ