৯ বছরের প্রেম-বিয়ে সবই ভাঙলেন নুসরাত ফারিয়া!

দিনটি ছিল ২০২০ সালের ২১ মার্চ। পারিবারিকভাবে রনি রিয়াদ রশিদ নামে এক ব্যবসায়ীর সঙ্গে বাগদান অর্থাৎ আংটি বদল সেরেছিলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সে সময় অভিনেত্রী জানিয়েছিলেন, ডিসেম্বরে (২০২০ সালের) ধুমধাম করে তারা বিয়ে করবেন।

তারপর কেটে গেছে দীর্ঘ তিনটি বছর। ক্যালেন্ডারের পাতা থেকে চলে গেছে তিনটি ডিসেম্বর। কিন্তু এতদিনেও রনি রিয়াদ রশিদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেননি নুসরাত ফারিয়া। উল্টো বুধবার ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নায়িকা জানিয়ে দিলেন, রনিকে তিনি বিয়ে করছেন না।

ফারিয়া লিখেছেন, ‘আমরা তিন বছর আগে বাগদানের ঘোষণা দিয়েছিলাম। অনেক ভেবে আমি ও রনি আমাদের ৯ বছরের সম্পর্কের ইতি টানছি। আমাদের মধ্যে যে বোঝাপড়া ও বন্ধুত্ব ছিল, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

ভক্তদের উদ্দেশে এই অভিনেত্রী লিখেছেন, ‘আমি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের এই কঠিন সময়ে আমার জন্য দোয়া ও আশীর্বাদ করার জন্য অনুরোধ করছি।’

যদিও রনির সঙ্গে তার বিয়েটা যে হচ্ছে না, এমন বার্তা আগেও দিয়েছেন নুসরাত ফারিয়া। গত ডিসেম্বরের শুরুর দিকে কলকাতার একটি সংবাদ মাধ্যমকে তিনি বলেছিলেন, ‘আমার আর বিয়ে হবে না। আমার আর রনির মধ্যে কোনো সমস্যা নেই, কোনো দ্বন্দ্ব নেই। তবে এই বিয়েটা হচ্ছে না।’

অভিনেত্রী আরও বলেছিলেন, ‘হুজুগের বসে কখনোই কোনো কিছু করা উচিত নয়। তাহলে আমাকেই ভুগতে হবে। আমাদের মনে হয়েছে বন্ধুত্বটাই দীর্ঘস্থায়ী হবে। রনি আর আমি আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। রনির সঙ্গে আমার সবসময়ের জন্য যোগাযোগ আছে, থাকবেও।’

তবে এবার আর কোনো সংবাদ মাধ্যমকে নয়, ‘আশিকী’ খ্যাত নায়িকা তার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে পরিষ্কার জানিয়ে দিলেন, তার এবং রনির পরিবারের সম্পর্কটা আংটি বদল পর্যন্তই শেষ, সেটি আর বিয়ে পর্যন্ত গড়াচ্ছে না।

২০২০ সালের ২১ মার্চ আংটি বদলের চার দিন পর সোশ্যাল মিডিয়ায় নিজেই বিয়ের খবর জানিয়েছিলেন নুসরাত ফারিয়া। নায়িকা জানিয়েছিলেন, তার ‘হবু স্বামী’ রনি রিয়াদ রশিদ একটি বেসরকারি প্রতিষ্ঠানের সিইও। কিন্তু হবু স্বামী আর স্বামী হচ্ছেন না। তিনি এখন অতীত।

Share this news on:

সর্বশেষ

img
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক দেখে বিএনপির মাথা খারাপ: পররাষ্ট্রমন্ত্রী May 18, 2024
img
কেন্দ্র দখলতো দূরের কথা, একটি জাল ভোট পড়লেও কেন্দ্র বন্ধ : ইসি হাবিব May 18, 2024
img
আবারও বাড়লো স্বর্ণের দাম May 18, 2024
img
ইন্টারনেট ব্যবহারে এশিয়ায় বেশি পিছিয়ে বাংলাদেশের নারীরা May 18, 2024
img
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে বাধা নেই : খুরশিদ আলম May 18, 2024
img
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবেন, প্রশ্ন ওবায়দুল কাদেরের May 18, 2024
img
দুই জেলায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু May 18, 2024
img
স্বাধীনতাবিরোধীরা সুযোগ পেলেই ছোবল মারতে চায় : রাষ্ট্রপতি May 18, 2024
img
সরকারের ধারাবাহিকতার কারণে এত উন্নয়ন সম্ভব হয়েছে : কাদের May 18, 2024
img
যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়ে সাতজনের প্রাণহানি May 18, 2024