রংপুরে দুই যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ঘটনায় এলাকাবাসীর বিক্ষোভ

 



অপরাধ না করেও দুজন যুবকের বিরুদ্ধে মামলা দেয়ায় ক্ষোভে ফেটে পরেছে এলাকাবাসী। এসময় বিক্ষোভ করেন তারা। 

ঘটনা সূত্রে জানা যায়, গত ৯ জানুয়ারী রংপুর নগরীর নীল কন্ঠ জব্বারটারী মোড় এলাকার ভুক্তভোগী তানজিলা আফরিন (১৭) প্রেমিকের সাথে কথা কাটাকাটি সহ মারপিটের ঘটনা ঘটে। পরে সেই কিশোরীর মা শাহানারা বেগম বাদি হয়ে পশুরাম থানায় ৩ জনের বিরুদ্ধে অপহরন মামলা দায়ের করেন। 

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সেই সময় তারা দুজন উপস্থিত ছিলনা। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। ভুক্তভোগী সেই কিশোরীর প্রেমিক হারুন ঘটনাস্থলে উপস্থিত থাকলেও বাকি দুই আসামী আসাদ মিয়া ও আরেক আসামি আরিফ মিয়া সেসময় সেখানে ছিলেন না। সে কারণেই দুই জনের নামে মিথ্যা মামলা দেয়ার অভিযোগে ক্ষোভে ফেটে পরেছে এলাকাবাসী।   

ভুক্তভোগী দুই যুবকের ভাই বাপ্পি হোসেন জানান, আমরা মিথ্যা মামলার স্বীকার। এর সুষ্ঠ তদন্ত চাই। আমাদের পুলিশ বারবার হয়রানি করছে। সেই সাথে আমাদেরকেই বলে আসামী ধরিয়ে দেবার কথা। 

এদিকে ভুক্তভোগী পরিবারের সাথে যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। 

এ বিষয়ে পশুরাম থানার মামলার তদন্তকারী কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, আসামীরা প্রভাবশালী হওয়ায় কেউ তাদের নাম নিতে চাইছেন না।

Share this news on: