গুলিস্তানে ভবনে বিস্ফোরণে নিহত বেড়ে ১১

রাজধানীর পুরান ঢাকার সিদ্দিক বাজারে একটি ভবনে বিস্ফোরণে ১১ মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন শতাধিক।

মঙ্গলবার বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তান বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে ওই ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট সেখানে উদ্ধার কাজ শুরু করেছে।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিন মনি শর্মা বলেন, নর্থ সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ে একটা ভবনে বিস্ফোরণ ঘটেছে। পরে আপনাদের বিস্তারিত জানাতে পারব।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, হাসপাতালে ১১ লাশ নেওয়া হয়েছে। আহত হয়ে আরও শতাধিক হাসপাতালে এসেছেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার জানান, প্রাথমিকভাাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

Share this news on: