১৫ হাজার মেগাওয়াট ছাড়াল বিদ্যুৎ উৎপাদন

বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড তৈরি হয়েছে। দেশের ইতিহাসে একদিনে রেকর্ড সর্বোচ্চ ১৫ হাজার ৩০৪ মেগাওয়াট বিদ‍্যুৎ উৎপাদন হয়েছে। যা বাংলাদেশের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই উৎপাদন হয়েছে। এর আগে বুধবার (১২ এপ্রিল) রেকর্ড ১৪ হাজার ৯৩২ মেগাওয়াট বিদ‍্যুৎ উৎপাদন হয়েছিল।

তার আগে গত মঙ্গলবার সর্বোচ্চ ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।

এর আগের রেকর্ড ছিল গত বছরের ১৬ এপ্রিল, ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু লিখেছেন, বাংলা নতুন বছর শুরুর আগে একটি সুখবর! বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ আজ প্রথমবারের মতো ১৫ হাজার মেগাওয়াটের মাইলফলক পার করেছে। আজ রাত ৯টায় বিদ্যুৎ উৎপাদন হয়েছে রেকর্ড ১৫ হাজার ৩০৪ মেগাওয়াট।

তিনি আরও লেখেন,  প্রধানমন্ত্রীর নির্দেশ ছিলো- যেকোনো মূল্যে সাধারণ মানুষের জীবনে স্বস্তি নিশ্চিত করতে হবে। এ লক্ষ্য পূরণে আমাদের বিদ্যুৎ বিভাগের কর্মীরা অক্লান্ত কাজ করে যাচ্ছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন।
এ বছর তুলনামূলক বেশি গরম থাকায় প্রতিদিন বিদ্যুতের চাহিদা বাড়ছে। এ বছর গ্রীষ্মে রমজান ও সেচ মৌসুমকে কেন্দ্র করে পিডিবির প্রাক্কলিত চাহিদা ১৬ হাজার মেগাওয়াট বা তার চেয়েও বেশি।

Share this news on: