ফের বাড়ল সয়াবিন তেলের দাম

আবারও বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম। লিটারে ১২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৯৯ টাকা। নতুন এ দাম নির্ধারণ করেছে ভোজ্যতেল উৎপাদক সমিতি।

বৃহস্পতিবার (৪ মে) থেকেই এ দাম কার্যকর হবে।

বোতলজাত প্রতি লিটার ভোজ্যতেলের দাম ১২ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন।

ভোজ্যতেল বিপণনকারী সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন মূল্য অনুযায়ী এখন থেকে প্রতি লিটার খোলা সয়াবিন ১৭৬ টাকা, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯৯ টাকা, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল ৯৬০ টাকা। এছাড়াও প্রতি লিটার পাম সুপার খোলা সয়াবিন তেল ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

দাম বাড়ানোর কারণ প্রসঙ্গে বলা হয়েছে, ভোজ্যতেল আমদানিতে সরকারের প্রদত্ত ভ্যাট অব্যাহতির গত ৩০ এপ্রিল মেষ হওয়ায় মেয়োদ বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্যারিফ কমিশনের সাথে আলোচনা করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Share this news on: