ডেমরায় উৎপাদন হতো জুসসহ ২৮ রকম ভেজাল শিশুখাদ্য

রাজধানীর ডেমরায় আল-ফালাক ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কারখানায় অভিযান চালিয়ে জুস ও শিশুখাদ্যসহ ২৮ রকমের ভেজাল খাদ্যপণ্য জব্দ ও ধ্বংস করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এ সময় প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

সোমবার (৮ মে) ডেমরার ডগাইর নতুন পাড়া সালামবাগ এলাকার ফ্রেন্ডশিপ অ্যাগ্রো ফার্মে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহযোগিতায় অভিযান চালায় বিএসটিআই। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকারের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

আল-ফালাক ফুড অ্যান্ড বেভারেজ ওই কারখানায় ২৮ রকমের ভেজাল জুস ও শিশুখাদ্য উৎপাদন করছিল। অভিযানের সময় বিএসটিআই কর্মকর্তারা কারখানার গেট খুলতে বললে ফ্রেন্ডশিপ অ্যাগ্রো ফার্মের লোকজন পালিয়ে যান। পরে ভেতরে প্রবেশ করে যত্রতত্র ফেলে রাখা বিভিন্ন ফ্লেভারের জুস পাওয়া যায়। এ সময় ফ্রুটু, ওয়ান স্টার ড্রিংকো, আইস পপ, শাহি লাচ্চিসহ শিশুখাদ্য জব্দ করা হয়।


Share this news on:

সর্বশেষ