মোখার প্রভাবে ইন্টারনেট ও বিদ্যুৎ বিপর্যয় হতে পারে!

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে চট্রগ্রাম বিভাগ সহ দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে ইন্টারনেট ও বিদ্যুৎ বিপর্যয় হতে পারে।

আগামী ১৪মে রবিবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার, চট্টগ্রাম উপকূলে আঘাত হানবে। সেসব বাতাসের গতিবেগ হতে পারে ১৮০ থেকে ২০০ কিলোমিটার।

যার ফলে শত শত গাছ উপরে পড়তে পারে। স্থাপনা ভেঙ্গে পড়তে পারে। নদী তীরবর্তী অঞ্চলে ভূমি ধস হতে পারে।

ফলে দীর্ঘ সময় বিদ্যুৎ ও ইন্টারনেট বিচ্ছিন্ন থাকতে পারে।তাই এখনই সতর্ক থাকতে হবে সবাইকে। 

অতি প্রবল ঘূর্ণিঝাড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১৭৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুদ্ধ রয়েছে।

অতি প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে ভারী (৪৪-৮৮ মিমি) থেকে অতি ভারী (2৮৯ মিমি) বর্ষণ হতে পারে এবং অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ী অঞ্চলের কোথাও কোথাও ভূমি ধ্বস হতে পারে।

কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরসমূহকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি পায়রা ও মোংলা সমুদ্রবন্দরসমূহকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ভোলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৮ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।

Share this news on: