টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, দুই অভিষেক

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে খেলা শুরু বিকেল পৌনে ৪টায়।

রোববার (১৪ মে) ইংল্যান্ডের চেমসফোর্ডে সিরিজের শেষ ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবার্নি। এর ফলে টসে হেরে প্রথমে ব্যাট করবে টাইগার শিবির।

আঙুলের চোটের কারণে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে অন্তত ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। তাই এ ম্যাচে সাকিবকে ছাড়াই মাঠে নামছে টাইগাররা।

এ ছাড়া দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন শরিফুল ইসলাম ও তাইজুল। তাদের জায়গায় লাল-সবুজ জার্সিতে ওয়ানডেতে আন্তর্জাতিক অভিষেক হচ্ছে রনি তালুকদার ও মৃত্যুঞ্জয় চৌধুরীর।

অন্যদিকে আইরিশদের দলেও একটি পরিবর্তন রয়েছে। গ্রাহাম হিউমের বদলে ক্রেইগ ইয়াংকে খেলানো হচ্ছে।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মৃত্যুঞ্জয় চৌধুরী, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও মোস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ড একাদশ : অ্যান্ডি বালবার্নি (অধিনায়ক), মার্ক এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, ক্রেইগ ইয়াং, জশ লিটল, অ্যান্ডি ম্যাকব্রিন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার।



Share this news on:

সর্বশেষ