রাস্তা বন্ধ শিশুদের জন্য খেলাধুলার আয়োজন

রাজধানীতে আবাসিক এলাকায় রাস্তা বন্ধ করে শিশুদের খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে। একক আত্মমানবিক উন্নয়ন সংস্থা" ও রোড সেফটি অ্যালায়েন্স বাংলাদেশ যৌথভাবে সচেতনতামূলক কার্যক্রম হিসেবে আয়োজন করেন

শনিবার (২০ মে) বিকেল তিনটায় রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের জহুরী মহল্লায় একটি নির্দিষ্ট রাস্তা গাড়ি চলাচল মুক্ত করে শিশুদের খেলার জন্য প্রস্তুত করা হয়।

এ সময় অন্তত ৭০-৭৫ জন শিশু তাদের পছন্দমতো খেলাধুলা, সাইকেল চালানোসহ বিভিন্ন কর্মসুচিতে অংশ নিয়েছে। এই কর্মসূচীর উদ্দেশ্য হলো শহরে শিশুদের বিনোদনের ব্যবস্থা রাখা। রাজধানীতে শিশুদের খেলাধুলার যথেষ্ট মাঠ নেই। এ কারণে সপ্তাহের একটি নির্দিষ্ট দিন মহল্লার কোনো এক সড়কে তাদের বিনোদনের অধিকার নিশ্চিত করা। 

বিআরটিএ , স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, স্থানীয় ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের ব্যক্তি, ছাড়াও একক আত্মমানবিক উন্নয়ন সংস্থা ও রোড সেফটি অ্যালায়েন্স বাংলাদেশ এর অর্ধশতাধিক সদস্য অংশ নিয়েছেন। এ বছর তাদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে Rethink Mobility।

Share this news on: