জমে উঠেছে দিনাজপুরের সবচেয়ে বড় লিচু বাজার

সারি সারি ভ্যানে সবুজ পাতায় মোড়ানো টসটসে লাল লিচু। দেখলেই যেন জিভে জল আসে। ভ্যান নিয়ে বাজারে প্রবেশ করতেই খুচরা বিক্রেতা ও আড়তদারেরা ঘিরে ধরছেন। এরপর পাতা সরিয়ে শুরু হচ্ছে হাঁকডাক। পরে উচ্চ দাম হাঁকা ক্রেতা ভ্যান নিয়ে আড়তঘরে যাচ্ছেন। মুখে হাসি নিয়ে টাকা গুনছেন লিচুচাষি।

প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত দিনাজপুর শহরের কালীতলা এলাকায় পৌরসভার নিউমার্কেটের ফলের দোকানগুলোতে এখন ক্রেতা-বিক্রেতার ভিড়। সারি সারি ঝুড়িতে সাজিয়ে রাখা লিচু। প্রতিটি থোকায় ৫০টি লিচু। কেউ খুচরা বিক্রি করছেন, কেউবা দিচ্ছেন আড়তে। ক্রেতা দাম জিজ্ঞেস করতেই লিচুর থোকা উঁচিয়ে ক্রেতাকে আকৃষ্ট করছেন বিক্রেতা। 
ইতিমধ্যে সব ধরনের আম উঠে গেছে বাজারে। চায়না ৩ লিচু ইতিমধ্যে পাকা শুরু ক‌রে‌ছে এবং বাজা‌রে আসা শুরু ক‌রে‌ছে। এই লিচুটি সব‌চে‌যে দা‌মি। সাইজ, ও গুণগত মান অনুযায়ী দাম করা হয়। 
বিস্তারিত ভিডিও...

Share this news on: