ত্বকের কালো দাগ দূর করার পাঁচ উপাদান

প্রচণ্ড গরম, হরমোনের পরিবর্তন, বার্ধক্যর কারণে ত্বকে অনেক সময় কালো দাগ দেখা দেয়। এগুলো হাইপারপিগমেন্টেশন নামে পরিচিত। কিছু ঘরোয়া প্রতিকারের মাধ্যমে তাৎক্ষণিকভাবে এই দাগগুলো দূর করা যেতে পারে। এ সব উপাদান নিয়মিত ব্যবহারে ইতিবাচক ফলাফল দেবে। ধীরে ধীয়ে কালো দাগ কমে যবে। আপনার ত্বক হয়ে ওঠবে প্রাকৃতিকভাবে উজ্জ্বল।

চালের পানি

কিছু চাল ধুয়ে নিন। এরপর এই ধোয়া চাল পানিতে ভিজিয়ে রাখুন। সেই পানি একটি কাচের পাত্রে ২-৩ দিনের জন্য রেখে দিন। তারপর নিয়মিত এটি ব্যবহার করুন। চালের পানি কালো দাগ, ত্বকের ট্যানিং এবং পিগমেন্টেশন হ্রাস করতে সহায়তা করতে পারে। গবেষণা অনুসারে, এই পানিতে থাকা খনিজগুলো ত্বকের কোষের টাইরোসিনেজ ক্রিয়াকলাপকে বাধা দেওয়ার ক্ষমতা রাখে। যা ত্বকের বিবর্ণতার জন্য দায়ী। যার ফলে ত্বকে মেলানিন উৎপাদন ভারসাম্য বজায় থাকে।

লেবুর রস

কালো দাগ দূর করার শক্তিশালী উপায় হল ত্বকে লেবুর রস প্রয়োগ করা। কারণ এটি ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টের গুণে ভরপুর। যা ত্বকের জন্য প্রাকৃতিক ব্লিচ হিসাবে কাজ করে। পিগমেন্টেশন হ্রাস করতে সহায়তা করে। তবে সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে লেবুর রস এড়ানো ভাল। কারণ এটি অনেক সময় ত্বকে জ্বালাপোড়ার কারণ হতে পারে। ভাল ফলাফলের জন্য লেবুর রসের সাথে মধু এবং টমেটোর রস মিশিয়ে মাস্ক হিসেবে প্রয়োগ করুন। কিছুক্ষণ রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন ।

অ্যালোভেরা জেল

হাইপারপিগমেন্টেশন দূর করার একটি সহজ প্রতিকার হল অ্যালোভেরা প্রয়োগ করা। অ্যালোভেরা জেলের মধ্যে অ্যালোইন নামক একটি উপাদান থাকে। এটি বৈজ্ঞানিকভাবে কালো দাগ দূর করতে সাহায্য করে। অ্যালোভেরা জেল সারা রাত লাগিয়ে রাখুন। সকালে ধুয়ে ফেলুন।

হলুদ

প্রাচীনকাল ধরে, হলুদ পিগমেন্টেশন কমাতে সাহায্য করছে। সর্বোত্তম ফলাফলের জন্য দুধ বা মধুর সাথে হলুদের গুঁড়ো মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। তারপরে কালো দাগের উপর প্রয়োগ করুন। ধুয়ে ফেলার আগে ২০ মিনিটের জন্য রেখে দিন। হলুদ মেলানিন উৎপাদনকে বাধা দেয়। যা হাইপারপিগমেন্টেশনের জন্য দায়ী।

টমেটো

টমেটো ভিটামিন সি এবং লাইকোপিনের মতো অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। যা প্রাকৃতিকভাবে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। হাইপারপিগমেন্টেশন কমাতে সহায়তা করে। টমেটোর রসে প্রাকৃতিক ব্লিচিং উপাদান রয়েছে। যা কালো দাগ কমাতে সহায়তা করে। টমেটো টুকরো করে সরাসরি আক্রান্ত স্থানে ঘষুন। ১০-১৫ মিনিটের জন্য রেখে দিন। তারপরে পানি দিয়ে ধুয়ে ফেলুন। সর্বোত্তম ফলাফলের জন্য টমেটোর পাল্প, ময়দা এবং লেবুর রসের সাথে মিশিয়ে মুখে লাগাতে পারেন।

Share this news on:

সর্বশেষ

img
মিথিলা হাতে উঠলো ভারতের ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার May 04, 2024
img
আট দফা কমার পর বাড়লো স্বর্ণের দাম May 04, 2024
img
মুসলিম উম্মাহর একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী May 04, 2024
img
সুন্দরবনের গহীনে ভয়াবহ আগুন May 04, 2024
img
সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার May 04, 2024
img
আইপিএলে প্লে অফে ওঠার দৌড়ে এগিয়ে যারা May 04, 2024
img
শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে যাত্রীরা, ৬ ট্রেনের যাত্রা বাতিল May 04, 2024
img
সরকার গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে: প্রতিমন্ত্রী May 04, 2024
img
শিক্ষকদের মর্যাদা ও বেতন বাড়াতে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী May 04, 2024
img
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হামাস May 04, 2024