আফগান-বাংলাদেশ ওয়ানডে সিরিজ শুরু কাল

সম্প্রতি রঙিন পোশাকে উচ্ছ্বল বাংলাদেশ দল। যেকোনো সময়, যেকোনো পরিস্থিতিতে ম্যাচ বের করার সক্ষমতা রাখে দলটি।


নিজেদের আরও একবার জানান দিতে আগামীকাল বুধবার (৫ জুলাই) দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

শক্তি-সামর্থ্য কিংবা ঘরের মাঠের সুবিধা—সবদিক থেকে এগিয়ে থাকবে বাংলাদেশ দল। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে এসেছে দলের আমূল পরিবর্তন। সবার মধ্যে এক ধরণের উদ্যম কাজ করছে।

তবে, আফগানিস্তান বাংলাদেশের জন্য বরাবরই শক্ত প্রতিপক্ষ। ২০২২ সালের ফেব্রুয়ারিতে দুই দলের সর্বশেষ সিরিজে ঘরের মাঠে বাংলাদেশ সিরিজ জিতলেও শেষ ম্যাচে হেরেছিল সাত উইকেটে।

এবারও কঠিন সিরিজই অপেক্ষা করছে বাংলাদেশের সামনে। পূর্ণশক্তির দলটাকেই পাচ্ছে আফগানরা। তাদের প্রতি সর্বোচ্চ সমীহ রেখে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘ওরা ওয়ানডেতে খুবই ভালো দল। ওদের বোলিং আক্রমণ বিশ্বের অন্যতম সেরা। ভীষণ প্রতিযোগিতা হবে মাঠে। এমন নয় যে, আপনি মাঠে গিয়েই জিতে গেলেন।’

ওয়ানডে বিশ্বকাপের বেশি দিন বাকি নেই। স্বভাবতই, বাংলাদেশ দলে যাচাই-বাছাই চলবে। বিশ্বকাপকে ভাবনায় রেখে খেলোয়াড়রাও নিজেদেরকে ঝালাই করে নিতে পারবে। বাংলাদেশ অধিনায়ক জানালেন, পরীক্ষা-নিরীক্ষা তো হবেই। কালকের ম্যাচের পর ভালোভাবে বোঝা যাবে। তবে, তিন ম্যাচে তিন রকম পেস কম্বিনেশন দেখতে পাবেন আপনারা।’

বাংলাদেশ দলের চোট শঙ্কা স্বয়ং তামিমকে নিয়ে। চোটের কারণে খেলতে পারেননি টেস্ট ম্যাচ। চোট লুকালেন না নিজেও। যদিও জানালেন, কাল খেলবেন তিনি। তামিম বলেন, ‘আমি অবশ্যই কালকের জন্য অ্যাভেইলেবল। শরীর আগের চেয়ে ভালো। তবে, এটা বলব না যে, শতভাগ। কালকে খেলার পর আরও ভালো বুঝতে পারব যে, কী অবস্থা।’

এদিকে, নিজেদের ব্যাপারে আশাবাদী আফগানিস্তান। বাংলাদেশকে ভয় না পেয়ে আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি বলেন, ‘বাংলাদেশ ভালো খেলছে। আমরাও জিততেই এসেছি। ওয়ানডেতে বর্তমানে আমরা দারুণ দল। ভালো অবস্থানে আছি আমরা।’

গত মাসে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে আফগান দলে ছিলেন না রশিদ খান, মোহাম্মদ নবীরা। ওয়ানডে দলে ফিরেছেন তারা। আফগানদের দলে পেসার স্পিনার সমন্বয় নিয়ে শহীদি জানান, ‘সবাই জানে বিশ্বের সেরা স্পিনার আমাদের দলে। স্পিনের পাশাপাশি আমাদের পেস আক্রমণও দুর্দান্ত। আমাদের বোলিং বেশ ভারসাম্যপূর্ণ্য।’

ওয়ানডেতে দুই দলের মুখোমুখি ১১ দেখায় বাংলাদেশের জয় সাতটি, আফগানরা জিতেছে পাঁচ ম্যাচে।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড :

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ও নাঈম শেখ।

Share this news on:

সর্বশেষ

img
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, ধোঁয়া দেখলেই পানি স্প্রে May 06, 2024
img
দুপুরের মধ্যে ৮০ কিমি. বেগে বৃষ্টির আভাস, নৌ বন্দরে ২ নম্বর সংকেত May 06, 2024
img
হামাসের হামলায় ইসরায়েলের ৩ সেনা নিহত, বন্ধ কেরাম শালোম ক্রসিং May 06, 2024
img
পাঁচ দিনের সফরে ঢাকায় আইওএম'র মহাপরিচালক May 06, 2024
img
রাজধানীতে ঝড়ো হাওয়ার সঙ্গে নামল শিলাবৃষ্টি May 05, 2024
img
রিয়াদ-হৃদয়ের ব্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে ৬ উইকেটের জয় বাংলাদেশের May 05, 2024
img
তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি: পরীমণি May 05, 2024
img
দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি May 05, 2024
img
বাংলাদেশকে ১৩৯ রানের লক্ষ্য দিলো জিম্বাবুয়ে May 05, 2024
img
শুক্রবার ক্লাস নেওয়া নিয়ে ফেসবুক পোস্ট ভুলবশত: শিক্ষা মন্ত্রণালয় May 05, 2024