আইএমএফের হিসাবে ২৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলার রিজার্ভ দেখাল বাংলাদেশ ব্যাংক

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) গাইডলাইন অনুসরণ করে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভের নতুন হিসাব প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এই হিসাব অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এখন ২৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলারে।

তবে বাংলাদেশ ব্যাংকের প্রথাগত হিসাব অনুযায়ী দেশের রিজার্ভ ২৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলার। ফলে আইএমএফের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের প্রথাগত হিসাবের পার্থক্য ৬ দশমিক ৪ বিলিয়ন ডলারের।

বৃহস্পতিবার আইএমএফের বিপিএম-৬ ফর্মুলা মেনে রিজার্ভের নতুন হিসাব প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক তথ্যমতে, গতকাল বুধবার (১২ জুলাই) রিজার্ভ ছিল ২৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলার। আইএমএফের ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের অন্যতম শর্ত ছিল, বিপিএম-৬ মডেল অনুযায়ী জুনের মধ্যে রিজার্ভের হিসাব প্রকাশ করতে হবে। আর সেই মডেল অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এখন ২৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলার।

গত ৩০ জানুয়ারি আইএমএফের নির্বাহী পর্ষদ বাংলাদেশের জন্য সব মিলিয়ে ৪৭০ কোটি ডলারের ঋণ অনুমোদন করে। গত বছরের ২৪ জুলাই ঋণ চেয়ে আইএমএফের কাছে চিঠি দেয় বাংলাদেশ। পরে ২ ফেব্রুয়ারি রাতে ঋণের প্রথম কিস্তি বাবদ ৪৭ কোটি ৬১ লাখ ৭০ হাজার ডলার বাংলাদেশের অনুকূলে ছাড় করে।



Share this news on:

সর্বশেষ