সারাদেশে বন্ধ চিকিৎসাসেবা



সারাদেশে চিকিৎসকদের নিগ্রহের প্রতিবাদে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মানববন্ধন ও সমাবেশ করেছে সকল সোসাইটির চিকিৎসক সহ গাইনি চিকিৎসকদের সংগঠন ওজিএসবি। 

রোববার দুপুরে রংপুর মেডিকেল কলেজের সামনে চিকিৎসকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আগামী দুই দিন(১৭ ও ১৮ জুলাই) সকল প্রকার প্রাইভেট সেবা থেকে কর্মবিরতির ঘোষনা দেন চিকিৎসকরা।এছাড়া চিকিৎসকদের সুরক্ষা আইন বাস্তবায়ন,কর্মক্ষেত্রে নিরাপত্তা বৃদ্ধি,তদন্ত সাপেক্ষে ডাক্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনসহ গ্রেফতার ডাক্তার মিলি, মুনা ও শাহজাদীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন বক্তারা। 

রমেকের মেডিসিন বিভাগের প্রধান ডা.মাহফুজুর রহমান বলেন,ডাক্তাদের চিকিৎসা কেন্দ্রে নিরাপত্তা সহ বিনা তদন্তে হয়রানি বন্ধ করতে হবে।

রমেকের গাইনি বিভাগের অধ্যাপক ডা.শাহী ফারজানা তাসনীম বলেন,আগামী ১৭-১৮ জুলাই দুদিন সকল প্রকার প্রাইভেট হাসপাতাল,ক্লিনিকে চিকিৎসা সেবা বন্ধ থাকবে আমাদের।এছাড়া গ্রেফতার দুই ডাক্তারকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।





Share this news on: