বিশ্বকাপে টাইগারদের কে অধিনায়কত্ব করবেন, জানালেন বিসিবি সভাপতি

ওয়ানডে বিশ্বকাপের আর খুব বেশি সময় বাকি নেই। চলতি বছরের শেষদিকে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ। অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা তামিম ইকবাল দলে ফিরে অধিনায়কত্ব চালিয়ে যাবেন কি না তা নিয়ে রয়েছে সংশয়। রোববার (২৩ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ওয়ানডে বিশ্বকাপে টাইগারদের কে নেতৃত্ব দেবেন সেটি জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আফগানিস্তান সিরিজে শেষ দুই ম্যাচে লিটন অধিনায়কের দায়িত্ব পালন করলেও সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপে তামিমই অধিনায়কের দায়িত্ব পালন করবেন বলে জানান নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘আমি একটা সোজাসাপ্টা বলে দেই আমাদের বিশ্বকাপের অধিনায়ক হচ্ছে তামিম। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তামিম যখন দুইটা ম্যাচ খেলেনি, তখন লিটন অধিনায়ক ছিল। এখন যদি তামিম ফিরে আসে, তাহলে ও অধিনায়ক হবে। ও না আসলে আরেকজন হবে। আমরা তো নিশ্চিত না ও কোন ম্যাচটা খেলতে পারবে, কখন থেকে খেলতে পারবে।’

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মাশরাফির মেন্টর হওয়ার ইস্যুতেও কথা বলেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘এসব এখন বলার কোনো সুযোগই নেই। বিশেষ করে ওখানে (গণভবনে) যে আলাপ হয়েছে, ওখানেই থাকুক। এসব নিয়ে বাইরে আলাপ করার কোনো প্রশ্নই আসে না।’



Share this news on: