আমানকে ফল, জুস ও দুপুরের খাবার পাঠালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার সহকারি একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান (লিকু) জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে দেখতে গিয়েছেন। এ সময় বিএনপি নেতাকে প্রধানমন্ত্রীর পাঠানো দুপুরের খাবার, বিভিন্ন প্রকার ফল ও জুস তুলে দেন এপিএস-২।

গাজী হাফিজুর রহমান আমানউল্লাহ আমানকে জানান, মাননীয় প্রধানমন্ত্রী আপনার জন্য এসব খাবার, ফল ও জুস পাঠিয়েছেন। তিনি আপনার স্বাস্থ্যের খোঁজ-খবর জানতে চেয়েছেন। প্রধানমন্ত্রী আপনার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

এর আগে, শনিবার (২৯ জুলাই) দুপুর দুইটার পরপরই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপির এই নেতাকে দেখতে প্রবেশ করেন প্রতিনিধি দল।

পরে হাসপাতালের সামনে লিকু বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দেখে আসলাম। ডাক্তার বলেছেন উনি এখন ভালো। প্রধানমন্ত্রী উনার শরীরের খোঁজ নিতে বলেছেন, প্রধানমন্ত্রীতো মানবতার মা।

কোনো উন্নত চিকিৎসা দরকার কিনা এমন প্রশ্নে লিকু বলেন, প্রধানমন্ত্রী বলেছেন উনি যেখানে ভালো মনে করেন, উনি যেখানে কমফোর্ট মনে করেন সেখানে চিকিৎসা করতে পারেন। কোনো সমস্যা নেই, এখানেও করতে পারেন, অন্য কোথাও যেতে চাইলে যেতে পারেন। রাজনীতির বাইরেও তো সস্পর্ক আছেই। রাজনীতি আলাদা জিনিস, মানবতা আলাদা। প্রধানমন্ত্রী মানবিক দৃষ্টিকোণ থেকেই তাকে দেখছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী উনার জন্য ফল পাঠিয়েছে, জুস পাঠিয়েছেন। আমরা সার্বিক খোঁজ নিয়ে গেলাম। এসময় হাসপাতালের ডাক্তারসহ ছাত্রলীগের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সরকার পতনের একদফা আন্দোলনে নামা বিএনপি শনিবার ঢাকার সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচি দিয়েছিল। তবে পুলিশ এই কর্মসূচি পালনের অনুমতি দেয়নি।

সকালে আমানের নেতৃত্বে বিএনপির একদল নেতাকর্মী গাবতলীতে অবস্থান নিলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশ আমানকে আটক করত চাইলে নেতাকর্মীদের বাধার মুখে পড়ে। ধস্তাধস্তির সময় আমান সড়কে শুয়ে পড়েন।
এক পর্যায়ে সঙ্গে নেতাকর্মীদের হটিয়ে দিয়ে পুলিশ সদস্যরা আমানকে ধরে তাদের গাড়িতে তুলে নিয়ে যায়।

Share this news on: