সেন্সর ছাড়পত্র পায়নি ‘জওয়ান’, বাংলাদেশে একই দিনে মুক্তিতে অনিশ্চয়তা

ভারতে মুক্তি পাচ্ছে শাহরুখ খান অভিনীত অ্যাটলির নতুন ছবি ‘জওয়ান’। বৃহস্পতিবার ভারতের বিভিন্ন রাজ্যের প্রেক্ষাগৃহে সিনেমাটি চলবে। একই দিনে বাংলাদেশে মুক্তির কথা থাকলেও বুধবার পর্যন্ত সেন্সর না পাওয়ায় বাংলাদেশ বৃহস্পতিবার ‘জওয়ান’ মুক্তি অনিশ্চিয়তা তৈরি হয়েছে।

তবে ছবিটির পরিবেশক অনন্য মামুন জানিয়েছেন, সিনেমাটি সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেওয়া হয়েছে। যদি  সেন্সর পায় তাহলে বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পাবে জওয়ান।

একই দিনে মুক্তি অনিশ্চয়তা তৈরি হলেও থেমে নেই সিনেমাটি নিয়ে বাংলাদেশি শাহরুখ ভক্তদের উন্মাদনা। সেন্সর ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত না হলেও এরইমধ্যে হল ভাড়া করে ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’ নিশ্চিত করে ফেলেছে ভক্তরা।

বাংলাদেশে শাহরুখ ভক্তদের অফিশিয়াল টিম ‘ট্রু এসআরকিয়ান্স বিডি’ এর সদস্যরা এমন আয়োজন করতে যাচ্ছেন। এমনটাই জানিয়েছেন ভক্তদের এই গ্রুপের গ্রুপের অন্যতম সদস্য মেহেদী হাসান।

তিনি জানিয়েছেন, রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে (যমুনা ফিউচার পার্ক) একটি হল তারা ভাড়া করেছেন। সেখানেই মুক্তির প্রথম দিন ‘জাওয়ান’র প্রথম শো দেখবেন। অগ্রিম হল বুকিংয়ের বিষয়টি নিশ্চিত করেছেন ব্লকবাস্টার সিনেমাসের অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার মাহবুবুর রহমানও।

যেহেতু সেন্সর হয়নি, তাই হল কর্তৃপক্ষের সাথে সেভাবেই চুক্তি করেছেন বলে জানিয়েছেন মেহেদী। এ বিষয়ে তিনি বলেন, আমরা ব্লকবাস্টারের সঙ্গে এমনভাবে চুক্তি করেছি যে, যে দিনই ‘জওয়ান’ মুক্তি পাবে, সে দিন প্রথম শো আমরাই দেখবো।

শাহরুখের ‘জওয়ান’ দেখতে ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’ এর এই ইভেন্টে নির্মাতা তপু খান ও মাবরুর রশীদ বান্নাহ উপস্থিত থাকবেন। এছাড়াও শোবিজের একাধিক তারকার উপস্থিত থাকার বিষয়টি পেজ থেকে জানানো হয়েছে!

গেল মাসেই ভারতের সাথে একই দিনে বাংলাদেশে ‘জওয়ান’ মুক্তির অনুমতি পেয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশনকাট এন্টারটেইনমেন্ট। এরইমধ্যে সেন্সরেও জমা পড়েছে সিনেমাটি। তবে এখনও মেলেনি ছাড়পত্র।

দক্ষিণভারতের জনপ্রিয় নির্মাতা অ্যাটলির সিনেমায় শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় থালাপতি প্রমুখ। ক্যামিও চরিত্রে দেখা যাবে তারকা অভিনেত্রী দীপিকা পাডুকোনকে!

Share this news on:

সর্বশেষ

img
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, ধোঁয়া দেখলেই পানি স্প্রে May 06, 2024
img
দুপুরের মধ্যে ৮০ কিমি. বেগে বৃষ্টির আভাস, নৌ বন্দরে ২ নম্বর সংকেত May 06, 2024
img
হামাসের হামলায় ইসরায়েলের ৩ সেনা নিহত, বন্ধ কেরাম শালোম ক্রসিং May 06, 2024
img
পাঁচ দিনের সফরে ঢাকায় আইওএম'র মহাপরিচালক May 06, 2024
img
রাজধানীতে ঝড়ো হাওয়ার সঙ্গে নামল শিলাবৃষ্টি May 05, 2024
img
রিয়াদ-হৃদয়ের ব্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে ৬ উইকেটের জয় বাংলাদেশের May 05, 2024
img
তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি: পরীমণি May 05, 2024
img
দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি May 05, 2024
img
বাংলাদেশকে ১৩৯ রানের লক্ষ্য দিলো জিম্বাবুয়ে May 05, 2024
img
শুক্রবার ক্লাস নেওয়া নিয়ে ফেসবুক পোস্ট ভুলবশত: শিক্ষা মন্ত্রণালয় May 05, 2024