সিন্ডিকেট ভাঙ্গতে না পারলে আলু আমদানির সুপারিশ-ভোক্তা ডিজি


আলুর সিন্ডিকেট ভাঙ্গতে না পারলে বাইরে থেকে আলু আমদানির সুপারিশ করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এইচএম শফিকুজ্জামান।

বুধবার (২০ সেপ্টেম্বর)রংপুর জেলা প্রসাশক সম্মেলন কক্ষে আলু ব্যাবসায়ীদের সাথে মত বিনিময় সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন,আজ থেকে রংপুরে প্রতিটি কোল্ড স্টোরেজ থেকে ২৭ টাকা দরে আলু বিক্রি হবে সেটি আমরা নিশ্চিত করতে চাই।সেই সাথে কোল্ড স্টোরেজের বাহিরে একটি ব্যানার টানানো থাকবে যেখানে আলুর দর উল্লেখ থাকবে।

তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন,ফোনে ফোনে আর আলুর বাজার দর ঠিক করে দেয়া যাবে না।আমরা সব ট্রাকিং করছি।আপনারা যদি কৃত্রিম সংকট তৈরী করেন তাহলে গোডাউনের তালা ভেঙে আলু বের করে আনার আইন আছে।

আপনারা যদি সিন্ডিকেটের ব্যবসা বন্ধ না করেন তাহলে বানিজ্য মন্ত্রনালয়ে আমরা আলু আমদানির জন্য সুপারিশ করবো।

এসময় আলু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বণিক বলেন,আলু ব্যবসায়ীদের কোন সিন্ডিকেট নেই। আমাদের বিভিন্ন স্থান থেকে ফোনে যোগাযোগ হয়।সবসময় তো সামনাসামনি কথা বলার সুযোগ নেই।রংপুরে আমরা ৩৭ টাকা পর্যন্ত আলু কেনা বেচা করেছি।

সভায় জেলা প্রশাসক মোবাশ্বের হোসেন,বিভিন্ন চেম্বারের নেতা সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

Share this news on: