এখন থেকে সঞ্চয়পত্র কেনাবেচা অনলাইনে

২০১৯-২০ অর্থবছর থেকে সারা দেশের সঞ্চয়পত্র কেনাবেচা কার্যক্রমকে অনলাইন ব্যবস্থার মধ্যে নিয়ে আসার পরিকল্পনা নিয়েছে সরকার। ১ জুলাই থেকে সঞ্চয়পত্রের আসল ও সুদ চলে যাবে গ্রাহকের ব্যাংক হিসাবে।

সোমবার সঞ্চয়পত্র বিক্রি করে এমন সংস্থাগুলোকে চিঠি দিয়ে এ নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। সংস্থাগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংক, জাতীয় সঞ্চয় অধিদপ্তর, বাংলাদেশ ডাক বিভাগ এবং সোনালী ব্যাংক।

চিঠিতে বলা হয়েছে, চলতি মাসের মধ্যেই ঢাকা মহানগরীতে, এপ্রিলে বিভাগীয় শহরে এবং জুন মাসের মধ্যে দেশের সব স্থানে অনলাইন ব্যবস্থা চালু করতে হবে। ১ জুলাই থেকে অনলাইন ব্যবস্থার আওতাবহির্ভূতভাবে কোনো সঞ্চয়পত্র লেনদেন করা যাবে না।

জাতীয় সঞ্চয় অধিদপ্তর এবং অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে যারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছেন, তাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ই-টিআইএনও জমা দিতে হবে। সঞ্চয়কারীর ব্যাংক হিসাব নম্বর, মোবাইল নম্বরও দিতে হবে।

এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখা, সোনালী ব্যাংকের মতিঝিল শাখা, জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের ব্যুরো অফিস (গুলিস্তান) এবং বাংলাদেশ ডাক বিভাগের প্রধান কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রির এই কার্যক্রম পরীক্ষামূলকভাবে অনলাইন পদ্ধতি চালু হয়েছে। ।

 

 

টাইমস/এএস/এসআই

Share this news on: