হ্যাটট্টিক হারের পর বিশ্বকাপে প্রথম জয় শ্রীলঙ্কার

ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপে টানা তিন ম্যাচে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তানের পর অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল শ্রীলংকা। এমন ভরাডুবিতে বিশ্বকাপে সেমিফাইনালে খেলার স্বপ্নে দেখা দিয়েছিল শঙ্কা। অবশেষে প্রথম জয়ের দেখা পেল ১৯৯৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। হ্যাট্টিক হারের পর নিজেদের চতুর্থ ম্যাচে আজ নেদারল্যান্ডস ৫ উইকেটে হারিয়েছে কুশল মেন্ডিসের দল।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমে দলীয় ১০০ রানের আগেই ৬ উইকেট হারিয়ে বসেছিল নেদারল্যান্ডস। সেই ধাক্কা সামলে সামলে সাইব্রেন্ট এনগেলব্রেচ্ট ও লগান ফন বিকের ফিফটিতে সব কটি উইকেট হারিয়ে ২৬২ রান তুলে নেদারল্যান্ডস। জবাবে রান তাড়া করতে নেমে ওপেনার পাথুম নিসাঙ্কার ফিফটির পর সাদেরা সামারাবিক্রমার অপরাজিত ৯১ রানে ১০ হাতে রেখে ৫ উইকেটের জয় পায় লঙ্কানরা।

শনিবার (২০ অক্টোবর) লখনৌর ভারতরত্ন শ্রী অটল বিহারী স্টেডিয়ামে ডাচদের দেওয়া ২৬৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। ডাচ স্পিনার আরিয়ান দত্ত জোড়া আঘাত হানেন লঙ্কান শিবিরে। ওপেনার কুশল পেরেরা ৫ রান করে ফেরার পর অধিনায়ক কুশল মেন্ডিস বিদায় নেন মাত্র ১১ রান করে।

এরপর সাদিরা সামারাবিক্রমার সঙ্গে হাফসেঞ্চুরির জুটি গড়ে দলীয় স্কোর ১০০ পেরিয়ে আউট হন পাথুম নিশাঙ্কা। বিদায়ের আগে ৫২ বলে ৯ বাউন্ডারিতে ৫৪ রান করেন তিনি। এরপর আশালঙ্কার লঙ্গে সামারাবিক্রমার আরেকটি বড় জুটি শ্রীলঙ্কাকে জয়ের আভাস দেয়।

চতুর্থ উইকেটে তারা দুজনে মিলে ৭৭ রানের জুটি গড়েন। আশালঙ্কাকে বোল্ড করে এই জুটিও ভাঙেন আরিয়ান দত্ত। বিদায়ের আগে ৬৬ বলে ২ চার ও ছক্কায় ৪২ রান করেন বাঁহাতি এই ব্যাটার। তবে সামারাবিক্রমার অপরাজিত ৯১ রানের ইনিংসে ডাচদের বিপক্ষে জয় পেতে সমস্যা হয়নি লঙ্কানদের।

নেদারল্যান্ডসের পক্ষে আরিয়ান দত্ত ৪৪ রানে তিন উইকেট লাভ করেন। আরেক অফস্পিনার কলিন অ্যাকারম্যান পান ১টি উইকেট।

এর আগে, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমক দেখানো নেদারল্যান্ডস লক্ষানদের বিপক্ষে ব্যাট করতে নেমে মাত্র ৭১ রানে পাঁচ উইকেট, ৯১ রানে হারায় ছয় উইকেট। অনেকের ধারণা ছিল চলমান বিশ্বকাপে সবচেয়ে কম রানে অলআউট হতে যাচ্ছে নেদারল্যান্ডস।

সে ধারণা পাল্টে লঙ্কান বোলারদের সামনে সাইব্র্যান্ড অ্যাঙ্গেলব্রেখট এবং লোগান ফন বিক হিমালয় পর্বতের ন্যায় দাঁড়িয়ে যান। ১৩০ রানের দুর্দান্ত এক জুটি গড়ে তোলেন নেদারল্যান্ডসের এই দুই ব্যাটার। যার ফলে শেষ পর্যন্ত শ্রীলঙ্কার সামনে ২৬৩ রানের লক্ষ্য দাঁড় করিয়ে দেয় ডাচরা।

Share this news on: