জয়ার প্রথম বলিউড সিনেমা আসছে ওটিটিতে

গত বছরের শেষ দিকে বলিউডে নাম লেখান বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। ‘পিঙ্ক’ খ্যাত নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর নতুন সিনেমা ‘করক সিং’-এ অভিনয় করেন তিনি। এরই মধ্যে সিনেমাটির মুক্তির প্রস্তুতি প্রায় চূড়ান্ত। চলতি বছরের শেষের দিকেই মুক্তি পাবে।

ভারতের কোনো সিনেমা হলে নয়, ‌‘করক সিং’ মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার। স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি ফাইভে চলতি বছরের শেষ দিকে মুক্তি পাচ্ছে এটি।

সিনেমাটিতে মুখ্য চরিত্রে রয়েছেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। আছেন ‘দিল বেচারা’ খ্যাত অভিনেত্রী সঞ্জনা সাংঘি ও মালয়ালাম অভিনেত্রী পার্বতীও।

জানা গেছে, রহস্য আর সাসপেন্সে ভরপুর থ্রিলার গল্পের সিনেমা ‘করক সিং’। পর্দায় অ্যামনেশিয়ায় আক্রান্ত এ কে শ্রীবাস্তব নামের একজনের সংকটময় জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে এটি। চরিত্রটি তার অতীতের সব ঘটনা ভুলে গেছে। ভুলে যাওয়া ছোট ছোট স্মৃতি একত্র করার চেষ্টা করতে থাকে সে। একপর্যায়ে শ্রীবাস্তব আবিষ্কার করে, বিরাট এক অর্থনৈতিক অপকর্মের পেছনের সত্য।

ফার্স্টলুক পোস্টারটি শেয়ার করে জি-ফাইভ লিখেছে, ‘অনেক গল্প কিন্তু একটাই সত্য। মিথ্যার ভীড়ে করক সিং কি তা দেখতে পাবেন?’

এ সিনেমায় পঙ্কজ ত্রিপাঠীর চরিত্রটি নিয়ে ধারণা পাওয়া গেলেও জয়া সম্পর্কে কিছু জানা যায়নি। তবে সংবাদমাধ্যমে জয়া আহসান বলেছেন, ‘এতে আমার চরিত্রটি গল্পের অবিচ্ছেদ্য অংশ। যখন আমার কাছে প্রস্তাবটি আসে, তখন থেকেই এক ধরনের রোমাঞ্চ কাজ করেছে। হ্যাঁ বলতে বেশি সময় নিইনি। কারণ, এটি বানাচ্ছেন অনিরুদ্ধ রায় চৌধুরী আর সহ-অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। অনেকদিন ধরেই তাদের সঙ্গে কাজ করতে চাইছিলাম। প্রথম হিন্দি সিনেমায় তাদের একসঙ্গে পাওয়া আমার আনন্দ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।’

Share this news on: