আগুন প্রতিরোধে ডিএনসিসি মার্কেট বহুতল চান হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ডিএনসিসির এ মার্কেট আন্তর্জাতিক মানের হওয়ার কথা ছিল, কিন্তু কেন হয়নি, আমার তা বোধগম্য নয়। বারবার যেহেতু এখানে অগ্নিকাণ্ড ঘটছে, তাই ব্যবসায়ীদের স্বার্থে এ মার্কেট বহুতল হওয়া দরকার।

শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানের আগুনে পুড়ে যাওয়া ডিএনসিসি মার্কেট পরিদর্শন শেষে এ কথা বলেন মাহবুব-উল আলম হানিফ।

তিনি বলেন, ব্যবসায়ী সমিতির সঙ্গে মেয়র (আতিকুল ইসলাম) বসবেন। উভয়পক্ষ বসে এর একটি সমাধান করা হবে।

এ সময় তার সঙ্গে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম ছাড়াও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শনিবার ভোর পৌনে ৬টার দিকে রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মার্কেটে আগুন লাগে। সকাল সাড়ে আটটার দিকে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের পাশাপাশি সেনা ও নৌবাহিনীর টিম কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় ব্যবসায়ীদের জিনিসপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এর আগে ২০১৭ সালের ৩ জানুয়ারি ডিএনসিসি মার্কেটটিতে আগুন লেগেছিল। তখন মার্কেটের নিচতলা ও দোতলার মোট ৬০৫টি দোকান পুড়ে গিয়েছিল।

দুই বছর আগের অগ্নিকাণ্ডের ওই ঘটনার পর তৎকালীন মেয়র প্রয়াত আনিসুল হক বলেছিলেন, ডিএনসিসি মার্কেট ভেঙে শপিং মল তৈরি করা হবে। এবার দ্বিতীয় দফায় অগ্নিকাণ্ডের পর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ সেটা পুনর্ব্যক্ত করলেন।

 

টাইমস/এসআই

Share this news on: