বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল শুরু

নির্বাচন বর্জন, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে।

শনিবার ভোর ৬টা থেকে এই কর্মসূচি শুরু হয়ে তা সোমবার ভোর ৬টা পর্যন্ত চলবে।

৭ জানুয়ারি ভোটগ্রহণ ঠেকাতে এই হরতাল ডাকে বিএনপি-জামায়াতসহ এবারের নির্বাচন বর্জন করা দলগুলো।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষের পর থেকে হরতাল, অবরোধের মতো কর্মসূচি অব্যাহত রেখেছে দলটি।

এদিকে হরতাল শুরুর আগের রাতে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগ করা হয়েছে। পুলিশের ধারণা এটি পরিকল্পিত নাশকতা।

রেলওয়ে সূত্র বলছে, বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ কর্মসূচিতে গত দুই মাসে রেলপথের ১২টি স্থানে এবং পাঁচটি ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া তিনটি স্থানে রেললাইন কাটা এবং ফ্লিশপ্লেট খুলে নেওয়া হয়েছে। রেলওয়ে পুলিশের ছয়টি অঞ্চলের মধ্যে ঢাকা অঞ্চলে সবচেয়ে বেশি নাশকতা হয়েছে। এছাড়াও ঢাকাসহ সারাদেশে কয়েক শ যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় প্রাণ গেছে বেশ কজনের।

Share this news on:

সর্বশেষ