দেশে ফিরেই ভোটকেন্দ্রে শাকিব, যা বললেন ভোট দিয়ে

শনিবার দিবাগত রাতেই সৌদি আরব থেকে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছিলেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান।

রোববার (৭ জানুয়ারি) সকাল গড়িয়ে দুপুর নামতেই মাকে সঙ্গে নিয়ে হাজির হলেন গুলশান মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে নির্বাচনী ভোট প্রদান করতে। এসময় তার সঙ্গে ছিলেন ভক্তরা।

এদিন ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘খুবই ভালো লাগছে। আমি গতবার নির্বাচনেও আম্মাকে নিয়ে এসেছি, এবারও এসেছি। আমার বাবা সকালবেলা তার বন্ধুদের সঙ্গে এসে ভোট দিয়ে গেছেন। আমি মনে করি, ভোটার হয়েছেন, এমন প্রত্যেকটা মানুষের ভোট দেওয়া উচিত।’

নির্বাচনের দিনকে ‘স্পেশাল’ মন্তব্য করে শাকিব বলেন, ‘দিনটি আমাদের জন্য স্পেশাল। বিশেষ করে আমাদের মতো সাধারণ মানুষ যারা আছেন তাদের জন্য দিনটি আরো বিশেষ। কারণ, ভোট দেয়ার তো আলাদা এক ক্ষমতা আছে। এই ভোট প্রদানের মাধ্যমেই আগামী দিনের নেতা নির্বাচন করা হয়।’

ভক্তদের উদ্দেশে এই নায়ক বলেন, আমরা এমন একজন মানুষকে নিজেদের নেতা বানাবো, যে আমাদের কথা বিবেচনা করবে, উন্নয়নের জন্য কাজ করবে। ভোট হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার।

প্রসঙ্গত, ঢাকা-১৭ আসনের ভোটার শাকিব। এই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করছেন মোহাম্মদ এ আরাফাত। 

Share this news on:

সর্বশেষ