শাকিবের ‘দরদ’ এবং রাজের ‘কাজলরেখা’র মুক্তি পেছাল

‘প্রিয়তমা’র পর শাকিব খানের পরবর্তী ধামাকা ‘দরদ’। আগামী ২ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। এছাড়া আগামী ৯ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল শরীফুল ইসলাম রাজ অভিনীত ‘কাজলরেখা’। কিন্তু নতুন খবর হলো, দুটি সিনেমার মুক্তিই পেছানো হয়েছে।

এর মধ্যে ‘কাজলরেখা’ নির্মাণ করেছেন গিয়াস উদ্দিন সেলিম। সিনেমার মুক্তি পেছানো সম্পর্কে তিনি জানান, সব আয়োজন সম্পন্ন ছিল। সম্পাদনা, কালার কারেকশনসহ সব ধরনের পোস্ট-প্রডাকশনের কাজ শেষ। কিন্তু সিনেমার মুক্তি পিছিয়ে গেছে একটি জায়গায়।

গিয়াসউদ্দিন সেলিম বলেন, ‘সরকারি অনুদানে নির্মিত হয়েছে ‘কাজলরেখা’। তাই সিনেমাটি আগে তথ্যমন্ত্রী দেখবেন, তারপর আমরা সেন্সর বোর্ডে জমা দেব। এত দিনে সিনেমাটি তার দেখার কথা ছিল। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের কারণে সময় করে উঠতে পারেননি। মাত্র তো নির্বাচন শেষ হলো।’

নির্মাতা জানান, ‘এখনো অনেক কাজ বাকি। মন্ত্রী মহোদয় সব কিছু গুছিয়ে উঠে তারপর সিনেমাটি দেখবেন! আমরা অপেক্ষায় আছি, তিনি সময় দিলেই আমরা সিনেমাটি তাকে দেখার আমন্ত্রণ জানাব। তিনি অনুমতি দিলেই সেন্সর বোর্ডে জমা দেব। তাই ৯ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি দিতে পারব না, একটু এদিক-সেদিক হবে। তবে আশা করছি, ফেব্রুয়ারির শেষের দিকেই দর্শক হলে গিয়ে সিনেমাটি দেখতে পাবেন।’

অন্যদিকে, ‘দরদ’-এর পরিচালক অনন্য মামুন। এখানে শাকিব খানের নায়িকা বলিউডের সোনাল চৌহান। একাধিক ভাষায় ডাব করে একসঙ্গে ৩০টি দেশে সিনেমাটি মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন মামুন। জানিয়েছিলেন ২ ফেব্রুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে আসবে।

তবে সম্প্রতি এক ভিডিও বার্তায় অনন্য মামুন জানান, নির্ধারিত দিনে সিনেমাটি মুক্তি দেবেন না। দর্শকদের একটি ভালো ছবি উপহার দেওয়ার জন্যই তিনি আরও কিছুদিন সময় নিতে চান।

মামুন বলেন, ‘বলেছিলাম নির্বাচনের পরে সিনেমার আপডেট জানাব। সেই আপডেট জানানোর জন্যই ফেসবুক লাইভে এসেছি। আমরা ‘দরদ’-এর একটি বড় প্ল্যান করছি। ইভেন্টের মতো একটি রেজিস্ট্রেশন হবে ছবিটির। যেমন—ফোক ফেস্টে দেখি, বড় ইভেন্ট, সবাই রেজিস্ট্রেশন করে। আমরা ৫০ হাজার
‘শাকিবিয়ান’-এর জন্য রেজিস্ট্রেশন ওপেন করে দেব। এই রেজিস্ট্রেশন করা ভক্তদের নিয়ে ছবির গান ও ট্রেলার একই দিনে মুক্তি দেব। এটা বাংলাদেশে আগে কখনো হয়নি। ছবি মুক্তির তারিখ নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে যেতে পারছি না।’

কারণ হিসেবে তিনি জানান, ‘আমাকে ছবিটি আরও চার ভাষায় প্রস্তুত করতে হবে। বলার জন্য বলিনি প্যান ইন্ডিয়ান মুভি, একসঙ্গে বাংলাদেশ-ভারতসহ ৩০ দেশে একই দিনে ‘দরদ’ মুক্তি পাবে। সেটা যেদিনই মুক্তি পাক। এটা চ্যালেঞ্জ। আমরা ওই নতুন দর্শকটাই তৈরি করতে চাচ্ছি।’

মামুন আরও বলেন, ‘চাইলেই তো পোস্টার প্রকাশ করতে পারি। সেটা করছি না ইন্ডাস্ট্রির স্বার্থেই। আমি চাই, শাকিব খানের গানটি ভারতের টি-সিরিজের মতো বড় ব্যানার থেকে প্রকাশিত হোক। মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, ভারত, বাংলাদেশের দর্শক একসঙ্গে একই দিনে নিজেদের দেশে ছবিটি দেখুক। এর জন্য একটু অপেক্ষা তো করতেই হবে।’

প্রসঙ্গত, ‘দরদ’-এ বাংলাদেশ-ভারত দুই দেশের শিল্পীরাই অভিনয় করেছেন। শাকিব এবং সোনাল ছাড়াও সেখানে রয়েছেন। পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া, জেসিয়া ইসলামসহ অনেকে। ছবিটির শুটিং হয়েছে ভারতের বারাণসী ও এলাহাবাদে।

অন্যদিকে, ‘কাজলরেখা’ নির্মিত হয়েছে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে। ৪০০ বছর আগের এই গল্পে বিভিন্ন চরিত্রে শরীফুল রাজ ছাড়াও অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, রাফিয়াত রশিদ মিথিলা, খায়রুল বাশার, সাদিয়া আয়মান, ঝুনা চৌধুরীসহ অনেকে।

Share this news on:

সর্বশেষ

img
তানজিদের অভিষেক ফিফটিতে টাইগারদের বড় জয় May 03, 2024
img
শনিবার থেকে ট্রেনে বাড়তি ভাড়া, কোন রুটে কত May 03, 2024
img
আরআরআর'র সভাপতি আনোয়ার হোসেন সম্পাদক তাওহীদুল ইসলাম May 03, 2024
img
মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হলো আসিফের May 03, 2024
img
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা : জয়দেবপুর স্টেশন মাস্টারসহ তিনজন সাময়িক বরখাস্ত May 03, 2024
img
নির্বাচনী আচরণবিধি না মানলে কাউকে ছাড় দেয়া হবে না: ইসি রাশেদা May 03, 2024
img
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তানজিদের অভিষেক May 03, 2024
img
অতি গরমের প্রভাব বাজারে, বেড়েছে মুরগি-সবজির দাম May 03, 2024
img
সরকারকে যারা চাপে রাখতে চেয়েছিল তারা নিজেরাই চাপে আছে: ওবায়দুল কাদের May 03, 2024
img
শনিবার বন্ধ থাকবে ২৫ জেলার স্কুল-মাদরাসা May 03, 2024