ইরাকে মোসাদের সদরদপ্তরে ইরানের হামলা, আরও প্রতিশোধের হুমকি

ইরাকের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল কুর্দিস্তানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদরদপ্তরে হামলা চালিয়েছে ইরানের রেভুলেশনারি গার্ড। সোমবার (১৫ জানুয়ারি) ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার খবরে এ তথ্য জানানো হয়। এই এলিট ফোর্সটি আরও জানায়, তারা সিরিয়াতে আইএস’র বিরুদ্ধেও হামলা চালিয়েছে। খবর রয়টার্স।

এই হামলা এমন এক সময় করা হলো যখন মধ্যপ্রাচ্যে গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে।

ইরানের রেভুলেশনারি গার্ডের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, জায়োনিস্টদের সাম্প্রতিক সময়ের হামলা এবং আমাদের গার্ডের কমান্ডোকে হত্যার প্রতিবাদে ইসরায়েলের গুপ্তচর বাহিনী মোসাদের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে তাদের কার্যালয় ধ্বংস হয়ে গেছে।

রেভুলেশনারি গার্ডের বিবৃতিতে আরও বলা হয়, আমরা শপথ নিয়েছে আমাদের শহীদদের শেষ রক্তবিন্দুর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত এ হামলা অব্যাহত থাকবে।

মার্কিন কনস্যুলেটের কাছে একটি আবাসিক এলাকায় কুর্দিস্তানের রাজধানী ইরবিলের উত্তর-পূর্বে হামলার পাশাপাশি সিরিয়ায় বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মূলত আইএসকে ধ্বংস করতেই সিরিয়াতে এ হামলা চালানো হয়। 

Share this news on: