বিপিএলে দর্শকদের উপস্থিতি বাড়াতে পুরস্কারের ঘোষণা

বিপিএলকে জাঁকজমক করতে যেন উঠে পড়ে লেগেছে আয়োজকরা। বিতর্ক এড়াতে বিভিন্ন ধরনের উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করা হবে। এ ছাড়াও মাঠে দর্শকদের উপস্থিতি বাঁড়াতে থাকছে পুরস্কারের ব্যবস্থা।

বিপিএলের দশম আসরের প্রতি ম্যাচে একজন দর্শককে 'ফ্যান অব দ্য ম্যাচ' নির্বাচিত করা হবে। দর্শকদের পোশাক, প্ল্যাকার্ড এবং সামগ্রিক এক্টিভিটি বিবেচনা করে খুঁজে বের করা হবে ম্যাচের সবচেয়ে আগ্রহী দর্শককে। তার ছবি স্টেডিয়ামের বড় স্ক্রিনে দেখানো হবে। সেই ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ এর সাথে ছবি তোলারও সুযোগ পাবেন তিনি।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় বিপিএলের অফিসিয়াল ফেসবুক পেইজে এক পোস্টে মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

তা ছাড়া ম্যাচ সেরা খেলোয়াড়ের সিগনেচার করা ব্যাট উপহার পাবেন সেই দর্শক। এমনকি 'ফ্যান অব দ্য ম্যাচের' ছবি বিপিএলের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও পোস্ট করা হবে।

আগামীকাল আসরের উদ্বোধনী ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে মোকাবিলা করবে দুর্দান্ত ঢাকা। দিনের অপর ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হবে সিলেট ও চট্টগ্রাম।

Share this news on: