কপালের টিপ সরিয়ে তারকাদের ব্যতিক্রমী প্রতিবাদ

বিশ্বজুড়ে প্রতিবছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। দিবসটিকে ঘিরে এবার ব্যতিক্রমী ক্যাম্পেইনে অংশ নিচ্ছেন তারকারা। যার অংশ হিসেবে কপালের টিপ খানিকটা সরিয়ে ছবি তুলছেন তারা। পরে সেই ছবি আপলোড করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে শুধু তারকারাই যে এমনটা করছেন তা নয়, সাধারণ নারীরাও এতে অংশ নিচ্ছেন।

মূলত, দেশে নারী নির্যাতনের প্রতিবাদে ভিন্নধর্মী এ ক্যাম্পেইনে অংশ নিচ্ছেন তারকারা। নিজের কপাল থেকে খানিকটা সরিয়ে পরা টিপসহ তোলা সেলফি তারা আপলোড করার পাশাপাশি হ্যাসট্যাগে লিখছেন- ‘অড ডট সেলফি’। আর প্রতিটি পোস্টেই থাকছে একটি বার্তা। যাতে উঠে আসছে নারী নির্যাতনের প্রতিবাদের বার্তা।

জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি ফেসবুকে ‘অড ডট সেলফি’ নামের একটি পেজ খোলা হয়। এরপর একে একে ক্যাম্পেইনে অংশ নিচ্ছেন তারকাসহ সাধারণ নারীরা। ইতোমধ্যেই এই ক্যাম্পেইনে অংশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেলফি আপলোড করেছেন নুসরাত ইমরোজ তিশা, জয়া আহসান, জাকিয়া বারি মম’র মতো অনেক তারকা অভিনেত্রীরা।

গত ২৯ ফেব্রুয়ারি কপালের টিপ খানিকটা সরিয়ে সাদাকালো ছবি নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করেন নুসরাত ইমরোজ তিশা। সেই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘বাংলাদেশে প্রতি তিনজনে একজন নারী ঘরে বাইরে নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু সেই অনুপাতে এটা নিয়ে তেমন কোনো প্রতিবাদ হয় না। কারণ, আমাদের সমাজে নারীদের শেখানোই হয় নীরবে সহ্য করতে। কিন্তু আমরা চাই, এই ট্যাবু ভেঙে আওয়াজ তুলুক প্রতিটি নারী। কারণ, চুপ না থেকে কথা বললেই কেবল সম্ভব এইসব সহিংসতা বন্ধ করা।’

পোস্টে সবাইকে প্রতিবাদে অংশ নেয়ার আহ্বান জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘‘আর তাই, নারী নির্যাতনের প্রতিবাদ হিসেবে ‘Odd Dot Selfie’. যেখানে প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নেয়া হয়েছে নারীর সাজের চিরায়ত সঙ্গী কপালের ‘টিপ’। কপালের এই টিপ মাঝখানে না পরে আশপাশে সরিয়ে দিয়ে সেলফি তুলে #OddDotSelfie লিখে ছবি শেয়ার করুন সোশ্যাল মিডিয়ায় আর আপনিও যোগ দিন এই প্রতিবাদে। বি.দ্র. ‘নারী নির্যাতনের বিরুদ্ধে আমার প্রতিবাদের ভাষা #OddDotSelfie’ লেখাটি ক্যাপশন হিসেবে ব্যবহার করুন এবং অন্যদেরকেও এই প্রতিবাদে অংশগ্রহণ করার আহ্বান জানান।’’

একই দিনে (২৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে সেলফি আপলোড করে ক্যাম্পেইনে অংশ নেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কপালে টিপ দিয়ে আমরা নারীরা নিজেদের শোভন করে তুলি। সোশ্যাল মিডিয়ায় আমাদের টিপ পরা হাসি হাসি মুখের ছবিতে লাইক পড়তে থাকে। কিন্তু ঘরের ভেতরেও কি আমাদের সবার ছবিটা এই রকম?’

জয়া আহসান আরও লিখেন, ‘দেশে প্রতি তিনজন নারীর একজন সহিংসতার শিকার হচ্ছে। রক্তে মেখে যাচ্ছে তাঁদের শোভন সৌন্দর্য। স্খলিত হয়ে পড়ছে টিপ। মানুষ হিসেবে তাঁদের মর্যাদা খসে পড়ছে। আসুন, আমরা নারী নির্যাতনের প্রতিবাদ করি। কপালের টিপ সরিয়ে পরে সেলফি তুলি, আর #OddDotSelfie লিখে শেয়ার করি সোশ্যাল মিডিয়ায়। মেয়েরা বাঁচুক মানুষের পূর্ণ মর্যাদায়।’

এই ক্যাম্পেইনে আরও অংশ নিয়েছেন অভিনেত্রী জাকিয়া বারী মমও। গত ২ মার্চ নিজের সেলফি আপলোড দিয়ে তিনি লিখেছেন, ‘প্রতিবছর নারীর প্রতি সহিংসতা যেন বেড়েই চলেছে! এখন আর নীরব থাকার সময় নেই। এখন প্রতিবাদ জানানোর সময়। নারী নির্যাতনের বিরুদ্ধে আমার প্রতিবাদের ভাষা #OddDotSelfie! আসুন আমরা সবাই মিলে #OddDotSelfe প্রতিবাদে যোগ দিয়ে রুখে দেই নারীর প্রতি সহিংসতা!’

এছাড়াও নারীর ওপর নির্যাতনের প্রতিবাদে এই ক্যাম্পেইনে অংশ নিয়েছেন মাসুমা রহমান নাবিলা, রাফিয়াত রশিদ মিথিলা, সারাহ আলম, জেসিকা ইসলামসহ অনেকেই। কেউ কেউ ফটোশপের সাহায্যেও টিপ বসিয়ে জানিয়েছেন প্রতিবাদ।

Share this news on: