দ্বন্দ্বে জড়ালেন বুবলী-পরীমণি, যা বললেন একে অপরকে

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি সোশ্যাল মিডিয়া বেশ সক্রিয়। সেখানে প্রায়ই ক্যারিয়ার ও ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলে থাকেন। এবার মধ্যরাতে কারও নাম উল্লেখ না করে একটি স্ট্যাটাস দেয়ার পর সোশ্যাল শুরু হয়েছে তোলপাড়। চিত্রনায়িকা শবনম বুবলীকে ইঙ্গিত করে পোস্ট দেয়ার পর এই অভিনেত্রীও ছাড় দিচ্ছেন না পরীমণিকে।

বুধবার (২০ মার্চ) মধ্য রাতে ফেসবুক অ্যাকাউন্টে পরীমণি এক স্ট্যাটাসে লেখেন, ‘আপা গো আপা। পুরাটাই কপি মারলেন। কথা, মিউজিক লাইন, ভয়েস টোন ডেলিভারি থেকে সব। কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা।’ পরীমণি কারো নাম না উল্লেখ করলেও নেটিজেনরা ধারণা করে নিয়েছেন―চিত্রনায়িকা শবনম বুবলীকে উদ্দেশ্য করে পোস্ট দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২১ মার্চ) ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন। এ কারণে ছেলের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগি ভিডিও প্রকাশ করেন মা শবনম বুবলী। প্রায় পাঁচ মিনিটের ভিডিওতে ছেলেকে বিভিন্ন আবেগঘন বার্তা দিতে দেখা গেছে ঢালিউড সুপারস্টারের দ্বিতীয় স্ত্রীকে। সেটি প্রকাশের পর নেটিজেনরা ধারণা করছেন, পরীমণি এর আগে তার ছেলে রাজ্যকে নিয়ে এভাবে ভিডিওবার্তায় শুভেচ্ছা জানিয়েছিলেন। হয়তো পরীমণির দাবি, তার ভিডিওর ধারণা কপি করেই একইভাবে ভিডিও বানিয়েছেন বুবলী।

পরীমণির ইঙ্গিতমূলক স্ট্যাটাসটির পর পাল্টা জবাব দিতে বাদ রাখেননি বুবলী। বুধবার (২০ মার্চ) ভোরে এ চিত্রনায়িকা ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘পাশের দেশে টলিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে লাস্ট কয়েক বছর মিল থাকছে অধিকাংশ বিয়েতে। যেখানে বিয়ের ড্রেসের কালার, অ্যারেঞ্জমেন্ট, বর কনের আসা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনেই মিল থাকছে। পৃথিবীতে অনেক সিনেমা আছে যার গল্প অন্য গল্পের সঙ্গে অনেক মিলে যায়।’

‘কাছাকাছি মিলে, একদম মিলে, এ রকম বহু বহু জিনিস হচ্ছে দুনিয়াতে। তেমনি মা সন্তান নিয়ে পৃথিবীতে অনেক ইমোশনাল ভিডিও এবং অডিও আছে, যার ভাষা একই কিন্তু এসবে পৃথিবীর কারো কোনো অসুবিধা নেই। শুধু এই সিন্ডিকেট চামোচগুলোর অবস্থা দেখলে মনে হয় যে, এরাই ২/১ জন শুধু মা হইসে, আর কেউ মা হয়নি, তাদের শুধু লেবার পেইন হয়েছিল আর কারো হয়নি। তাদের পারিবারিক যুদ্ধ, সন্তানের স্মৃতি, জীবন সংগ্রাম, কষ্ট, ঘর গোছানো, খাওয়ানো সব কিছু স্বাভাবিক কিন্তু আর কারো এ রকম হয় না। তারাই খাবার খাওয়ার পর প্রেশার আসলে ফ্রেশরুমে দৌড় দিবে, কিন্তু আর কেউ যাইতে পারবে না, তারাই লাল, নীল, হলুদ রং পরবে, আর কেউ পরতে পারবে না। তারাই হাসবে, কাঁদবে, ঘুমাবে, আর কেউ পারবে না। যদি আপনি পারেন তাহলে আপনার আবেগ নাই, বিবেকও নাই, শুধু কপি আছে…।’

এদিকে বুবলীর এই পাল্টা স্ট্যাটাসটি হয়তো নজরে এসেছে পরীমণির। তা না হলে কেন আবারও ইঙ্গিতমূলক স্ট্যাটাস দেবেন তিনি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ফেসবুক অ্যাকাউন্টে পরীমণি এক স্ট্যাটাসে লেখেন, ‘হিহিহি একটি শিক্ষিত বকরির গরুর রচনাহ। কি লিখতে কি লিখতেছে বেচারি। চিপায় আটকাইলে মানুষ আবল-তাবল লজিক দিতে থাকে বুঝলাম। কিন্তু তাই বলে এই রকম আউলা-বাউলা কি কি সব লিখলো ভাই। পরে কখনো নিজে পড়ে নিজেই বুঝবে না, যে কি লিখছিল। আমি শিউর।’

Share this news on:

সর্বশেষ

img
‘রামায়ণ’ সিনেমার সেট থেকে রাম-সীতার লুক ফাঁস Apr 28, 2024
img
তীব্র তাপপ্রবাহে স্কুল-কলেজ খোলা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী Apr 28, 2024
img
রোগীর প্রতি চিকিৎসকের অবহেলা বরদাস্ত করবো না: স্বাস্থ্যমন্ত্রী Apr 28, 2024
img
চট্টগ্রামে প‌রিবহন ধর্মঘটে যাত্রীদের দুর্ভোগ Apr 28, 2024
img
পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত : কাদের Apr 28, 2024
img
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ২ বাংলাদেশি নিহত Apr 28, 2024
img
আরও ৩ দিন হিট অ্যালার্ট জারি Apr 28, 2024
img
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : শেখ হাসিনা Apr 28, 2024
img
নতুন গন্তব্যে এমভি আবদুল্লাহ, ২৩ নাবিকের দেশে ফেরা নিয়ে নতুন তথ্য Apr 28, 2024
img
শহীদ শেখ জামালের ৭১তম জন্মদিন আজ Apr 28, 2024