পেরুতে রাস্তা থেকে ৬৫০ ফুট গভীরে পড়ল বাস, প্রাণ গেল ২৫ জনের

লাতিন আমেরিকার দেশ পেরুতে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক ডজনেরও বেশি মানুষ। সোমবার (২৯ এপ্রিল) উত্তর পেরুর পাহাড়ি রাস্তা থেকে একটি বাস খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী পেরুর স্থানীয় কর্মকর্তা ওলগা বোবাডিলা আরপিপি রেডিওকে জানিয়েছেন, গত ২৮ এপ্রিল গভীর রাতে কাজামার্কার আন্দিয়ান অঞ্চলে খানাখন্দে ভরা রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। এতে বাসটি প্রায় ২০০ মিটার (প্রায় ৬৫০ ফুট) গভীরে একটি খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে ২৩ জনের মৃত্যুর কথা জানানো হয়। তবে পরে এ তথ্য হালনাগাদ করে ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়।

পৌরসভার কর্মকর্তা জেইম হেরেরা জানিয়েছেন, বাসটিতে ৫০ জনেরও বেশি যাত্রী ছিল। একটি নদীর পাশ দিয়ে যাওয়ার সময় বাসটি পড়ে যায় এবং যাত্রীদের কয়েকজন পানিতে ভেসে গেছে।

ঘটনস্থলে উদ্ধারকর্মীরা এবং দমকল বাহিনী রয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে। এদিকে যাত্রীদের মৃত্যুর ঘটনায় ৪৮ ঘণ্টার শোক ঘোষণা করেছে সেলেনডিন পৌরসভা। এ ঘটনায় রাস্তাটি যাত্রীবাহী ওই বাসটির জন্য উপযোগী ছিল কিনা, সেটি খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, রাস্তার খারাপ অবস্থা এবং দুর্বল ট্রাফিক নিয়ম প্রয়োগের কারণে পেরুতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। গত বছর দেশটিতে ট্রাফিক দুর্ঘটনায় ৩১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

Share this news on:

সর্বশেষ

img
গাজায় ইসরায়েলি অভিযানের জন্য হামাসকেও দায়ী করলেন মাহমুদ আব্বাস May 17, 2024
img
চার বিভাগে আরও ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি May 17, 2024
img
এআই মানুষের জীবনধারাকে সহজ করলেও এটি সভ্যতার জন্য ঝুঁকি: পলক May 17, 2024
img
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে : প্রধানমন্ত্রী May 17, 2024
img
ভাঙা হাত নিয়েই কানের লাল গালিচায় মুগ্ধতা ছড়ালেন ঐশ্বরিয়া May 17, 2024
img
১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য May 17, 2024
img
বাজারে ডিমের উত্তাপ বাড়ছেই, কমেনি সবজির দাম May 17, 2024
img
যারা একবেলা ভাত খেতে পারতো না, তারা এখন চারবেলা খায়: প্রধানমন্ত্রী May 17, 2024
img
র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র May 17, 2024
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ, বাংলাদেশ পাচ্ছে দুই ম্যাচ May 17, 2024