মিয়ানমারে রপ্তানি হবে বসুন্ধরা ও মেঘনা সিমেন্ট

বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা সিমেন্ট ও মেঘনা সিমেন্ট মিয়ানমারে রপ্তানির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের কোম্পানি সেক্রেটারি নাসিমুল হাই।

শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন নাসিমুল হাই।

নাসিমুল হাই বলেন, উন্নত প্রযুক্তিতে বসুন্ধরা ও মেঘনা সিমেন্ট তৈরি হচ্ছে। মেঘনা সিমেন্ট ‘এ’ ক্যাটাগরিতে আছে। আর দেশের আলোচিত পদ্মা সেতুসহ বৃহৎ সরকারি প্রকল্পগুলোতে বসুন্ধরা সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। বসুন্ধরা সিমেন্ট ও মেঘনা সিমেন্ট মিয়ানমারে রপ্তানির প্রক্রিয়া চলমান রয়েছে।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন ক্যাপিটাল মার্কেট সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউর রহমান, ক্রাউন সিমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ খান, জিপিএইচ ইস্পাতের নির্বাহী পরিচালক আবু বকর সিদ্দিক প্রমুখ।

 

টাইমস/এএস/এসআই

Share this news on: