“মৃত্যুই হয়তো জীবনের সবচেয়ে বড় আর্শীবাদ”

সক্রেটিস খ্রিস্টপূর্ব ৪৭০ অব্দে গ্রীসের এথেন্সে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন প্রাচীন গ্রিক দার্শনিক।

তাকে পশ্চিমা দর্শনের ভিত্তিস্থাপনকারী হিসেবে চিহ্নিত করা হয়। তিনি এমন এক দার্শনিক চিন্তাধারা জন্ম দিয়েছেন যা দীর্ঘ ২০০০ বছর ধরে পশ্চিমা সংস্কৃতি, দর্শন ও সভ্যতাকে প্রভাবিত করেছে।

সক্রেটিস ছিলেন এক মহান শিক্ষক, যিনি কেবল শিষ্য গ্রহণের মাধ্যমে শিক্ষা প্রদানে বিশ্বাসী ছিলেন না। তার কোন নির্দিষ্ট শিক্ষায়তন ছিল না। যেখানেই যাকে পেতেন তাকেই মৌলিক প্রশ্নগুলোর উত্তর বোঝানোর চেষ্টা করতেন।

তাকে খ্রিস্টপূর্ব ৩৯৯ অব্দে রাষ্ট্রদ্রোহিতার কারণে হেমলক বিষ পানের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

তার একটি উক্তি-

“মৃত্যুই হয়তো জীবনের সবচেয়ে বড় আর্শীবাদ।“

Share this news on:

সর্বশেষ