‘নুসরাত হত্যায় জড়িত আ. লীগে নেতারও বিচার করতে হবে’

মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় প্রশ্রয়দাতা হিসেবে স্থানীয় আওয়ামী লীগের যে নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারও শাস্তির দাবি করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

ফেনীর এই মাদ্রাসাছাত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে শনিবার ঢাকায় বিভিন্ন দল ও সংগঠনের কর্মসূচির মধ্যে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে এক আলোচনা অনুষ্ঠানে একথা বলেন নাসিম।

তিনি বলেন, ‘দেখলাম আওয়ামী লীগের একজন নেতা নুসরাতের খুনিকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। এসব লোক হচ্ছে ক্রিমিনাল। এরা কখনও আওয়ামী লীগ করতে পারে না। জীবনে এরা কোনোদিন আওয়ামী লীগ করেনি, আওয়ামী লীগে বিশ্বাসও করে না।’

‘এই সমস্ত লোককেও নুসরাতের খুনির সঙ্গে বিচার করতে হবে। এদেরকে কোনো ছাড় দেয়া যাবে না। এরা আওয়ামী লীগকে দুর্নাম করে।’

যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে অস্বীকার করায় গত ৬ এপ্রিল নুসরাত পরীক্ষা দিতে গেলে দুর্বৃত্তরা তার গায়ে আগুন দেন। গুরুতর দগ্ধ অবস্থায় ওই দিন রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ১০ এপ্রিল রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নুসরাত মারা যান।

নুসরাতের কলেজের অধ্যক্ষ সিরাজ উদ দৌলার মদদদাতা হিসেবে নাম এসেছে সোনাগাজী পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর মাকসুদ আলমের বিরুদ্ধে।

নুসরাতের ভাইয়ের করা মামলার আসামি মাকসুদকে  বৃহস্পতিবার পুলিশ ঢাকা থেকে গ্রেপ্তার করার পর তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানায় উপজেলা আওয়ামী লীগ।

সাবেক মন্ত্রী নাসিম বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে নুসরাত হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

‘কোনো ফাঁক-ফোকর না রেখে বিশেষ ট্রাইব্যুনালে নুসরাত হত্যার বিচার করতে হবে। এতে দেশের মানুষ খুশি হবে। সাম্প্রতিক সময়ে নুসরাতসহ সকল শিশু ও নারী হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

এই প্রসঙ্গে ধর্মীয় উগ্রবাদীদের প্রতিরোধ করার জন্যও দেশবাসীর প্রতি আহ্বান জানান ক্ষমতাসীন দলের এই নেতা।

তিনি বলেন, ‘ধর্মান্ধ রাজনীতিবিদরা নুসরাত হত্যার প্রতিবাদ না করে অসাম্প্রদায়িক অনুষ্ঠান মঙ্গল শোভাযাত্রার বিরোধিতা করে। এদেরকে প্রতিরোধ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বিএনপি উদ্দেশ করে নাসিম বলেন, ‘দয়া করে আপনারা সব কিছু নিয়ে রাজনীতি করবে না। আপনার যখন ক্ষমতায় ছিলেন, বঙ্গবন্ধু হত্যা থেকে শুরু করে জাতীয় ৪ নেতা হত্যার বিচারসহ কোনো হত্যার বিচার করেননি। আমরাই একমাত্র দল ক্ষমতায় থেকে নিজের দলের কর্মীকেও খাতির করি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নুসরাত হত্যার বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে।’

 

 

টাইমস/এসআই

Share this news on: