নতুন ঠিকানায় বিজিএমইএ

হাতিরঝিল প্রকল্প এলাকায় বিজিএমইএর বর্তমান ভবনটি উচ্চ আদালতের নির্দেশে ভেঙে ফেলতে হবে। তাই নিজেদের মালপত্র উত্তরায় নির্মাণাধীন নতুন ভবনে স্থানান্তর শুরু করেছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

রোববার সকাল থেকে মালপত্র স্থানান্তরে কাজ করছেন কর্মচারী-কর্মকর্তারা। সোমবার উত্তরায় নতুন ভবনে বিজিএমইএর দাপ্তরিক কাজ শুরু হবে।

জানা গেছে, জমির স্বত্ব না থাকা ও জলাধার আইন লঙ্ঘন করায় উচ্চ আদালতের নির্দেশে ভেঙে ফেলতে হবে হাতিরঝিল প্রকল্প এলাকায় বিজিএমইএর বর্তমান ভবনটি। সে জন্য ভবনটি খালি করতে ১২ এপ্রিল পর্যন্ত বিজিএমইএ কর্তৃপক্ষকে সময় বেঁধে দিয়েছিলেন উচ্চ আদালত।

ইতোমধ্যে উত্তরায় ১১০ কাঠা জমির ওপর বিজিএমইএ নতুন ভবন নির্মাণ করছে। ১৩ তলা ভবনের মধ্যে ৬ তলার কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। ৩ এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্মাণাধীন এই ভবনটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on:

সর্বশেষ