রেমিট্যান্স প্রবৃদ্ধিতে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় বাংলাদেশ

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রেমিট্যান্স প্রবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। প্রতিবেশী রাষ্ট্র ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলে এই খাতে বাংলাদেশের প্রবৃদ্ধি হয় প্রায় ১৫ শতাংশ।

অভিবাসন ও রেমিট্যান্সপ্রবাহ নিয়ে বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালে বাংলাদেশে রেমিট্যান্স এসেছে, ১ হাজার ৫৫০ কোটি ডলার। ফলে রেমিট্যান্সের প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৮ শতাংশ। অপরদিকে ভারতের রেমিট্যান্স প্রবৃদ্ধি প্রায় ১৪ শতাংশ আর পাকিস্তানের ৬ দশমিক ৭ শতাংশ।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ২০১৮ সালে ১৭ দশমিক ৩৯ শতাংশ রেমিট্যান্স প্রবৃদ্ধি নিয়ে শীর্ষে রয়েছে নেপাল।

তবে প্রবৃদ্ধির বিবেচনায় দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অবস্থানে থাকলেও রেমিট্যান্সের পরিমাণ বিবেচনায় তৃতীয় স্থানে বাংলাদেশ। রেমিট্যান্স অর্জনে ভারত এবং পাকিস্তানের পরেই রয়েছে বাংলাদেশের অবস্থান।

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on:

সর্বশেষ