১৬ মে থেকে আবার চালু হচ্ছে বিমানের ঢাকা-দিল্লি ফ্লাইট

দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর আগামী ১৬ মে থেকে আবার চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-দিল্লি-ঢাকা ফ্লাইট।

মঙ্গলবার বাংলাদেশ এয়ারলাইন্সের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ এম মোসাদ্দিক আহমেদ।

সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৬ মে থেকে বৃহস্পতি, শনি ও সোমবার ঢাকা-দিল্লি রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। এর আগে দীর্ঘদিন এই রুটে বিমান চলার পর ২০১৪ সালের ২৩ আগস্ট লোকসানের অজুহাতে রুটটি বন্ধ করে দেয় বিমান বাংলাদেশ।

মোসাদ্দিক আহমেদ বলেন, আগামী ১৬ মে থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-দিল্লি রুটে ফ্লাইট চালু হবে। এছাড়াও আগামী জুনে ঢাকা থেকে চীনের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নগরী গুয়াংজুতে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

তিনি জানান, চীনের গুয়াংজুতে সপ্তাহে তিনটি বোয়িং ৭৩৭ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ আরও সহজ করতেই এই উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ।

 

টাইমস/এএস/এসআই

Share this news on:

সর্বশেষ