রিজেন্ট এয়ারওয়েজে ২০ শতাংশ ছাড়

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের টিকিটে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) উদ্যোগে আয়োজিত বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) উপলক্ষে এই অফার দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া তিন দিনের এ আন্তর্জাতিক মেলা চলবে ২০ এপ্রিল শনিবার পর্যন্ত। দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে মেলা।

আয়োজকরা জানিয়েছেন, মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এবার মেলায় অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের জাতীয় পর্যটন সংস্থা। এ ছাড়া মেলায় ১৬০টি স্টল ও ১৫টি প্যাভিলিয়নে বাংলাদেশসহ বিভিন্ন দেশের বিমান সংস্থা, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট এবং পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান তাদের সেবা উপস্থাপন করবেন।

রিজেন্ট এয়ারওয়েজের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিও) হানিফ জাকারিয়া বলেন, রমজান মাস উপলক্ষে মেলায় রিজেন্ট এয়ারওয়েজের প্যাভিলিয়নে সিঙ্গাপুর, ব্যাংকক, কুয়ালালামপুর এবং কক্সবাজার রুটে ২০ শতাংশ ছাড় পাবেন যাত্রীরা। এছাড়া দোহা ও মাস্কাট ছাড়া সব রুটে বিজনেস ও প্রিমিয়াম ইকোনমি শ্রেণিতে টিকেট মূল্যে ২০ শতাংশ এবং ইকোনমি শ্রেণিতে ১২ শতাংশ ছাড় দেবে রিজেন্ট এয়ারওয়েজ।

এছাড়াও প্রতিদিন দর্শনার্থীদের জন্য লাকি ড্রর মাধ্যমে পুরস্কারের ব্যবস্থা করেছে রিজেন্ট এয়ারওয়েজ। ব্রেকফাস্টসহ হোটেল, বিমানবন্দর টান্সফারসহ ভ্রমণের নানা সুবিধাসহ হলিডে প্যাকেজ দিচ্ছে রিজেন্টের অঙ্গ প্রতিষ্ঠান।

টিকিট কিংবা প্যাকেজ কেনার জন্য পাসপোর্ট অথবা পাসপোর্টের ফটোকপি সঙ্গে রাখতে হবে বলে জানিয়েছেন হানিফ জাকারিয়া।

 

টাইমস/এএস/এসআই

Share this news on: