দলীয় মনোনয়ন পেলেন বদির স্ত্রী ও রানার বাবা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসনের (টেকনাফ-উখিয়া) ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদি এবং টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাংসদ আমানুর রহমান খান রানা মনোনয়ন পাননি। তবে তাদের পরিবারের সদস্যদেরকেই দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। আব্দুর রহমান বদির বদলে তার স্ত্রী শাহীন আক্তার চৌধুরী ও আমানুর রহমান খান রানার বদলে তার বাবা জেলা আওয়ামী লীগের সহসভাপতি আতাউর রহমান খান দলীয় মনোনয়ন পেয়েছেন।

এর আগে বদি ও রানার মনোনয়ন না পাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, বদি সম্পর্কে যে বিতর্কিত আছে, তার কোনো প্রমাণ নেই, বদি জরিপে এগিয়ে আছে। তবে বিতর্কিত থাকায় বিকল্প বেছে নিয়েছি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা একাধিক তালিকায় শীর্ষ স্থানে তার নাম রয়েছে আব্দুর রহমান বদির। এমনকি তার এলাকায় সে মাদকের গডফাদার হিসেবে পরিচিত।

জানা গেছে, মাদকবিরোধী অভিযানের মধ্যে সর্বশেষ তালিকায় কক্সবাজারের শীর্ষ ৭৪ জন মাদকব্যবসায়ীর মধ্যে বদির নাম শীর্ষে রয়েছে।

অন্যদিকে ফারুক আহমেদ হত্যা মামলায় বর্তমান সাংসদ আমানুর রহমান খান রানা দুই বছরেরও বেশি সময় ধরে কারাগারে আছেন।

Share this news on:

সর্বশেষ