সংরক্ষিত আসনে বিএনপির সাংসদ হচ্ছেন রুমিন ফারহানা

একাদশ সংসদে বিএনপির জন্যে নির্ধারিত একমাত্র সংরক্ষিত আসনে মনোনয়ন পেয়েছেন দলটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। রোববার রাতে তার মনোনয়নের বিষয়টি চূড়ান্ত হয়।

সোমবার দুপুরে তিনি নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

একাদশ জাতীয় সংসদে বিএনপির ৫ জন সাংসদ রয়েছেন। সেই হিসেবে সংরক্ষিত আসনে একজনকে মনোনয়ন দিতে পারছে বিএনপি। ওই আসনে আজই মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।

ঘোষিত তফসিলে ২১ মে বাছাই এবং প্রার্থিতা প্রত্যাহারের জন্য ২৮ মে পর্যন্ত সময় রাখা হয়েছে। ভোটের তারিখ রাখা হয়েছে ১৬ জুন। কিন্তু সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে একটি আসনে একক প্রার্থী থাকেন বলে ভোটের আনুষ্ঠানিকতার প্রয়োজন হয় না। প্রার্থিতা প্রত্যাহারের দিন শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয় প্রার্থীকে।

জাতীয় নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন রুমিন। কিন্তু ওই আসনে উকিল আবদুস সাত্তারকে বিএনপি মনোনয়ন দিলে তিনি বিজয়ী হন।

 

টাইমস/এসআই

Share this news on: